Bootstrap Image Preview
ঢাকা, ১৪ সোমবার, অক্টোবার ২০২৪ | ২৮ আশ্বিন ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

খাঁচা থেকে পাঁচটি সিংহ পালানোয় অস্ট্রেলিয়াতে আতঙ্ক!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২২, ০৫:১১ PM
আপডেট: ০২ নভেম্বর ২০২২, ০৫:১১ PM

bdmorning Image Preview


অস্ট্রেলিয়ার সিডনিতে একটি চিড়িয়াখানা থেকে পালিয়ে গিয়ে আতঙ্কের জন্ম দিয়েছিল পাঁচটি সিংহ। পরে অবশ্য তাদের সবাইকে খুঁজে পাওয়ায় স্বস্তি ফিরে আসে চিড়িয়াখানায়। 

স্থানীয় সময় বুধবার (২ নভেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে তারোঙ্গা চিড়িয়াখানায় এ ঘটনা ঘটে। নিজেদের প্রদর্শনী এলাকার বাইরে চলে যাওয়া পাঁচ সিংহের মধ্যে একটি প্রাপ্তবয়স্ক সিংহ ও চারটি শাবক ছিল। 

চিড়িয়াখানার এক মুখপাত্র জানিয়েছেন, ব্যাপারটি লক্ষ্য করার সাথে সাথে চিড়িয়াখানায় লকডাউন জারি করা হয়। একটি শাবককে ট্র্যাঙ্কুইলাইজার দিয়ে অচেতন করতে হলেও, কয়েক মিনিটের মধ্যে সবাইকে আটক কটা সম্ভব হয়। 

এ ঘটনায় কারও ক্ষতি হয়নি বলে জানালেও, সিংহগুলো পালিয়ে যাওয়ার কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি। 

তবে একে একটি 'উল্লেখযোগ্য ঘটনা' বলে মন্তব্য করে চিড়িয়াখানার নির্বাহী পরিচালক সাইমন ডাফি জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করে দেখা হবে। 

স্থানীয় গণমাধ্যমকে তিনি জানান, সিংহগুলো যেখানে প্রদর্শন করা হয় তার সংলগ্ন একটি স্থানে চলে আসে তারা। জায়গাটি থেকে ১০০ মিটার দূরে অবস্থান করছিলেন চিড়িয়াখানায় রাত কাটাতে আসা কিছু অতিথি। তবে এসময় মূল চিড়িয়াখানা বন্ধ ছিল। 

তবে সিংহগুলো এক মুহূর্তের জন্যও ওই সংলগ্ন এলাকা বা চিড়িয়াখানা এলাকা ত্যাগ করেনি বলে আশ্বস্ত করেন তিনি। 

ডাফি আরও জানান, দর্শনার্থীদের নিরাপদ দূরত্বে রাখতে সংলগ্ন ওই এলাকাটি একটি ছয় ফুট উঁচু বেড়া দিয়ে বেষ্টিত। এছাড়াও পুরো চিড়িয়াখানার বাইরেও নিরাপত্তা বেষ্টনী রয়েছে। 

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সিংহগুলো বের হওয়ার ১০ মিনিটের মধ্যে অ্যালার্ম বাজিয়ে দেন চিড়িয়াখানার একজন কর্মী। 

সাইমন ডাফি জানান, দ্রুতই চিড়িয়াখানার সবাইকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়। এরপর চারটি সিংহ 'শান্তভাবে নিজ জায়গায় ফিরে যায়'। 

শতভাগ নিরাপত্তা নিশ্চিতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সিংহদের এলাকাটি বন্ধ থাকবে বলেও জানিয়েছেন তিনি। 

Bootstrap Image Preview