আন্দামান সাগরে সৃষ্ট লঘুচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসছে। রোববার রাতেই এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘সিত্রাং’।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন রোববার দুপুরে জানান, এটি এখনও গভীর নিম্নচাপ আকারে সামনে এগোচ্ছে। আজ রাত ১২টা বা তার আগেই এটি সাইক্লোনে রূপান্তরিত হবে। ২৫ তারিখ ভোরে এটি উপকূল অতিক্রম করবে।
আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম নিউজবাংলাকে জানান, উপকূল অতিক্রমের সময় ঝড়ের গতিবেগ ১০০ কিলোমিটারের কাছাকাছি থাকবে। এর থেকে বাড়তেও পারে। এটি এখনও সাইক্লোনে রূপান্তরিত হয়নি, হওয়ার পর স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
সাগরে নিম্নচাপের কারণে দেশের বন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। এর প্রভাবে দেশের উপকূলীয় জেলায় ভারী বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, নিম্নচাপটি রোববার দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৮০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭১৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৭৩০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৯৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। এর নিকটবর্তী এলাকায় উত্তাল রয়েছে সাগর।
গভীর নিম্নচাপটির বর্ধিতাংশ, অমাবস্যা তিথি ও বায়ুচাপের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার এবং এর অদূরবর্তী দ্বীপ ও চরের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩ থেকে ৫ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।