জীবনে প্রেম যেমন আসে, তেমন অনেক প্রেম ভেঙেও যায়। অনেকেই সম্পর্ক ভেঙে যাওয়াটাকে সহজে মেনে নিতে পারেন না। মনে করেন, জীবনে তার আর কিছুই অবশিষ্ট নেই। আসলেই কি তাই? না, একদমই না। এই ধারণা পুরোপুরি ভুল।
প্রেমের সম্পর্ক ভেঙে গেলেই জীবন থেমে যায় না। বেদনা, বিচ্ছেদ, আঘাত সব ভুলে মানুষকে আবারো এগিয়ে যেতে হয়। কিন্তু কেউ কেউ আছে, যারা এক সময়ের ভালোবাসার মানুষটিকে ভুলতে পারে না। তারা হয়তো এমন একটি ভাব করতে পারে যে, প্রাক্তনের কথা মনেই পড়ছে না। কিন্তু ভেতরে ভেতরে তারা ফিরে আসার চেষ্টা করে।
দেখা যায়, বিচ্ছেদের পরেও তারা হয়তো শুধু বন্ধু হয়ে থাকতে চায়। কিন্তু তাদের হৃদয়ের চাওয়া থাকে ভিন্ন। চলুন জেনে নেয়া যাক কখন বুঝবেন আপনার প্রাক্তন আসলে আপনার কাছে আবারো ফিরে আসতে চাইছে-
বিচ্ছেদের জন্য আপনাকে দোষারোপ করা হলে
আপনার প্রাক্তন বিচ্ছেদের জন্য আপনাকে দোষারোপ করার চেষ্টা করতে থাকলে বুঝবেন তার ফিরে আসার আগ্রহ রয়েছে। যদি তার দোষই বেশি থাকে বা উভয়েই দোষী হন কিন্তু সে আপনাকে এক তরফা দোষারোপ করতে থাকে, তবে বুঝবেন, সে আসলে আপনাকে দোষী করছে যেন আপনি ক্ষমা চেয়ে তার কাছে ফিরে যান।
আপনার সঙ্গে যোগাযোগ রাখলে
যদি আপনার প্রাক্তন আপনার সঙ্গে যোগাযোগ রাখার জন্য সব রকম চেষ্টা করে, তবে এটি অন্যতম লক্ষণ যে সে আপনার থেকে দূরে সরে যায়নি। আপনার সঙ্গে যোগাযোগ করার জন্য প্রতিটি সম্ভাব্য উপায়ে চেষ্টা করে যাচ্ছে? তাহলে তো বুঝতেই পারছেন, সে আপনার কাছে আবারো ফিরে আসতে চাইছে।
স্মৃতি তুলে ধরলে
আপনার প্রাক্তন আপনাদের দুজনের একসঙ্গে কাটানো স্মৃতি মনে করিয়ে দিতে পারে। এটি তার ফিরে আসতে চাওয়ার অন্যতম একটি চিহ্ন। এটি ফিরে আসতে চাওয়ার ক্লাসিক উপায়গুলোর মধ্যে একটি, যেখানে সে ভালো সময়গুলোর কথা মনে করিয়ে দেয়, যখন আপনারা দুজন একসঙ্গে ছিলেন।
আপনাকে ঈর্ষান্বিত করলে
প্রাক্তন ফিরে আসতে চাইলে আপনাকে ঈর্ষান্বিত করার চেষ্টা করবে, তার ক্রিয়াকলাপ আপনাকে প্রভাবিত করুক বা না করুক। সে অন্য কারো সঙ্গে কথা বলবে, তাদের সঙ্গে ছবি পোস্ট করবে, সময় কাটাবে যেন আপনি দেখে ঈর্ষান্বিত হন। এ থেকে স্পষ্টই বোঝা যায় যে, সে আপনার কাছে ফিরে আসতে চাইছে।
আপনার নতুন সম্পর্ক নষ্ট করার চেষ্টা করলে
আপনি নতুন করে কারো সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ালে এবং আপনার প্রাক্তন সেই সম্পর্কের কথা জানতে পেরে তা ভাঙার চেষ্টা করলে বুঝবেন সে ফিরে আসতে চাইছে। সে আপনার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে এবং আপনার নতুন সম্পর্ককে ধ্বংস করার জন্য সম্ভাব্য সব পদ্ধতির চেষ্টা করবে। সে আপনার সুখ সহ্য করতে পারবে না, কারণ সে নিজেই ভেতরে ভেতরে দুঃখ পাচ্ছে।