নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জন্মদিনের অনুষ্ঠানে নৃত্য পরিবেশন শেষে ফেরার পথে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন নৃত্যশিল্পী (১৯)।
বুধবার (১২ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের চৌত্রাপাশা এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাতেই সোনারগাঁও থানায় মামলা করেন ভুক্তভোগী ওই শিল্পী।
এ ঘটনায় ওই দিন রাতেই চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এরা হলেন: উপজেলার চৌত্রাপাশা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে ইসরাফিল (৩৩), আব্দুল হকের ছেলে রুহুল আমিন (২০), মৃত লাল মিয়ার ছেলে বাবু (২৬) ও তালেব আলীর ছেলে খোকন আলম (২৬)।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় উপজেলার সাদিপুর ইউনিয়নের ভরগাঁও গাব্বাবাড়ি এলাকায় জন্মদিনের অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন ওই শিল্পী। অনুষ্ঠান শেষে রাত ১টার দিকে পায়ে হেঁটে ফেরার পথে চৌত্রাপাশা হাবুরটেক দাইয়ানের বাড়ির সামনে সাতজনের একটি সংঘবদ্ধ দল অস্ত্রের মুখে জিম্মি করে তাকে ধর্ষণ করে।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, এ ঘটনায় ভুক্তভোগী ওই তরুণী বাদী হয়ে সাতজনকে আসামি করে সোনারগাঁও থানায় মামলা দায়ের করেছেন। ওই মামালায় চারজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। অভিযুক্ত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।