ব্রিটেনে ইনজেকশন দিয়ে সাত শিশুকে হত্যা ও আরো ১০ শিশুকে হত্যাচেষ্টার অভিযোগে এক নার্সের বিচার শুরু হয়েছে। অভিযুক্ত ওই নার্সের নাম লুসি লেটবি (৩২)। ম্যানচেস্টার ক্রাউন আদালতে তার বিচারকাজ শুরু হয়েছে। জানা গেছে, ইংল্যান্ডের উত্তর-পশ্চিম চেস্টারের কাউন্টেস অব চেস্টার হাসপাতালে তিনি এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।
এদিকে শিশু হত্যা মামলার শুনানিতে বুধবার (১২ অক্টোবর) আদালতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তদন্তে নার্স লুসি লেটবির বাড়ি থেকে তার লেখা একটি চিঠি উদ্ধার করেছে পুলিশ।
লুসি চিঠিতে লিখেছেন, ‘আমি শয়তান। আমিই এসব করেছি।’
আরও লেখা ছিল, ‘আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি ওদের সঠিক যত্ন নিতে পারিনি। তাই ইচ্ছা করে ওদের মেরে ফেলেছি। খুব খারাপ মানুষ আমি।’
জানা গেছে, ২০১৫ থেকে ২০১৬ সালের মধ্যে চেস্টার হাসপাতালে হঠাৎ করেই শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে যায়। কর্তৃপক্ষ লক্ষ্য করে, বেশকিছু শিশুর স্বাস্থ্য হঠাৎ করেই খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু কেন এমন হচ্ছে তা বুঝে উঠতে পারছিলেন না। তদন্তে দেখা গেছে, প্রতিটি শিশু মৃত্যুর ঘটনায় উপস্থিত ছিলেন নার্স লুসি।
যদিও লুসি এসব অভিযোগ অস্বীকার করেছেন।