Bootstrap Image Preview
ঢাকা, ০৯ সোমবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৫ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অপুকে ডিভোর্স দেয়ার ৪ মাস পর বুবলীকে বিয়ে করেন শাকিব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২২, ০৯:৫৮ PM
আপডেট: ০৩ অক্টোবর ২০২২, ০৯:৫৮ PM

bdmorning Image Preview


শাকিব খানের বিপরীতে ৭২টিরও বেশি সিনেমায় অভিনয় করে আলোচনায় এসেছিলেন অপু বিশ্বাস। ভক্তরা তাকে ভালোবেসে ‘ঢালিউড কুইন’ উপাধি দিয়েছিলেন। পর্দার সঙ্গে অপু বিশ্বাস হয়ে উঠেছিলেন শাকিব খানের সহধর্মিনী। কিন্তু অনেকটাই গোপনে।

শাকিব-অপুর বিয়ে হয়েছিল ২০০৮ সালের ১৮ এপ্রিল। শাকিব খানের উত্তরার বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে মালা বদল করেছিলেন তারা। যদিও বিয়ের খবরটি গোপন রেখেছিলেন এ জুটি। শুধু বিয়েই না সন্তান জন্মের খবরও গোপন রেখেছিলেন শাকিব-অপু।

২০১৭ সালের ১০ এপ্রিল সন্তানসহ একটি বেসরকারি টেলিভিশনে লাইভে আসেন অপু বিশ্বাস। জানান, ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি ক্লিনিকে তাদের সন্তানের জন্ম হয়। নাম রাখা হয় আব্রাম খান জয়। ক্যারিয়ারের কথা চিন্তা করেই বিয়ে ও সন্তানের বিষয়টি গোপন রাখেন শাকিব-অপু।

এরপর বিভিন্ন অভিযোগে তিক্ত হয়ে উঠে শাকিব-অপুর সংসার। তার মধ্যে ঢুকে পড়ে চিত্রনায়িকা শবনম বুবলী। ২০১৭ সালের ১৮ মার্চ হঠাৎ করেই শাকিব খানের ছবি শেয়ার করে বুবলী লেখেন, ফ্যামিলি টাইম। এরপর তেলে-বেগুনে জ্বলে ওঠেন অপু বিশ্বাস। মানতে পারেননি পোস্টটি। লাইভে এসে জানিয়ে দেন সবকিছু।

অনেক জল ঘোলা হওয়ার পর ২০১৭ সালের ২২ নভেম্বর বিচ্ছেদের আবেদন করেন শাকিব খান। এটি কার্যকর হয় ২০১৮ সালের ১২ মার্চ। তার ঠিক চারমাস নয়দিন পর বুবলীকে বিয়ে করেন শাকিব খান। বুবলীর দেওয়া স্ট্যাটাস হিসেব করে এ তথ্যই পাওয়া গেছে।

অপু বিশ্বাসকে বিদায় দিয়ে বুবলীকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন শাকিব খান। সংবাদ পাঠিকা থেকে শাকিব খানের হাত ধরে নায়িকা বনে যান বুবলী। ‘বসগিরি’ সিনেমার মাধ্যমে অভিষেক হয় এ জুটির।

২০২০ সালের ফেব্রুয়ারিতে বুবলীকে নিয়ে গুঞ্জন শুরু হয়। শাকিব খানের সন্তানের মা হতে যাচ্ছেন তিনি- এমন তথ্য ছড়িয়ে পড়ে শোবিজে। কিন্তু মুখে কুলুপ আঁটেন শাকিব-বুবলী। নিন্দুকের কটূ আক্রমণ থেকে বাঁচতে গা ঢাকা দেন বুবলী। অন্তঃসত্ত্বা হয়ে চলে যান আমেরিকায়। ২০২০ সালের ২১ মার্চ পুত্র সন্তান জন্ম দেন বুবলী। নাম রাখা হয় শেহজাদ খান বীর। 

Bootstrap Image Preview