অবশেষে গুঞ্জন সত্যি হলো। প্রেমের কথা প্রকাশ্যে আনলেন ঢাকাই ছবির আলোচিত নায়িকা ইয়ামিন হক ববি। জানালেন কার সঙ্গে এতদিন ধরে চুটিয়ে প্রেম করে যাচ্ছেন তিনি। শুধু প্রেমের খবরই নয়; বিয়ের খবরও জানালেন ঢাকাই ছবির অ্যাকশন জেসমিন। ববি অকপটে স্বীকার করলেন, প্রযোজক সাকিব সনেটের সঙ্গেই হৃদয়ের লেনাদেনা করছেন তিনি। তবে প্রেম গোপন রাখলেও বিয়ের বিষয়টি গোপন রাখেননি তিনি। কারণ সাকিবের সঙ্গে এখনো বিয়ের বন্ধনে আবদ্ধ হননি।
২০১৯ সালে ‘নোলক’ ছবির পরিচালনা করেন সাকিব সনেট। সেখান থেকেই তাদের হৃদয়ের লেনাদেনা শুরু হয়। পাশাপাশি এও জানা যায় সাকিব সনেটের কারণেই ববির সঙ্গে প্রেমের ভাঙ্গন ধরে পরিচালক ইফতেখার চৌধুরীর।
এদিকে সম্প্রতি ববির জন্মদিনে শুভেচ্ছা জানান সাকিব। ফেসবুকে ছবি পোস্ট করে রোমান্টিকতায় পূর্ণ এক ক্যাপশন লেখেন তিনি। এছাড়া সনেটের সঙ্গে বানানী ১২-তে ‘ঢাকাইয়া পাখি’ নামের একটি রেস্টুরেন্টও তারা দিয়েছেন বলে জানা যায়।
এদিকে সম্প্রতি ববি এবং সনেট প্রেমের সম্পর্কে থাকলেও তাদের ব্যক্তিগত অন্তরঙ্গের কিছু ছবি ভাইরাল হয়েছে। যা নিয়ে সরোগোল পড়ে গিয়েছে নেটপাড়ায়। তবে এ নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
জানা গেছে, দুই পরিবারের সম্মতিতে চলতি বছরই বিয়ে করতে পারেন তারা।