নানা জল্পনা-কল্পনার পর জানা গেছে চিত্রনায়িকা বুবলী শাকিব খানের সন্তানের মা হয়েছেন। গত আড়াই বছর ধরে বিষয়টি সবার মুখে মুখে থাকলেও স্বীকার করেননি তারা দু’জনের একজনও। তবে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে বিষয়টি খোলাসা করেছেন শাকিব-বুবলী দুজনেই।
এদিনই আবার গুঞ্জন উঠেছে এখন আর একসঙ্গে থাকছেন না শাকিব খান ও বুবলী। শোনা যাচ্ছে এখন আর একসঙ্গে থাকছেন না এই দুই তারকা। ‘লিডার : আমিই বাংলাদেশ’ সিনেমার শুটের আগেই এই দম্পতির ‘বিচ্ছেদ’ হয়েছে বলে দাবি সূত্রগুলোর।
শাকিব খানের সঙ্গে বিয়ে-বিচ্ছেদ ও সন্তান প্রসঙ্গে মন্তব্য জানতে দুপুর থেকে বুবলীর উত্তরার বাসার সামনে ভিড় করেছে সাংবাদিকরা। বুবলী বাসাতেই অবস্থান করেছেন ওই ভবনের দায়িত্বশীল একজন নিশ্চিত করলেও এই প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা বলছেন না কেউই। উপস্থিত গণমাধ্যম কর্মীরা ধারণা করেছিলেন দেরিতে হলেও সামনে আসবেন তিনি। তার ব্যত্যয় ঘটায় বুবলীর বাসার দারোয়ান ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল থেকে বাসায় নেই তিনি। তবে এ নায়িকার ব্যবহৃত গাড়িটি গ্যারেজে পড়ে থাকতে দেখা যায়।
আজ শুক্রবার নির্মিতব্য ‘চাদর’ সিনেমার শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল বুবলীর। সেখানেও যাননি তিনি। এ ব্যাপারে সিনেমাটির পরিচালক জাকির হোসেন রাজু জানান, নায়িকা না যাওয়ায় তারা ছবির শুটিং বন্ধ রেখেছেন।
আগামীকাল শনিবার ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবির গানের শুটিং। তারই নাচের রিহার্সালে অংশ নিতে নিকেতন যাওয়ার কথা ছিল এ নায়িকার। তাই খোঁজ নেওয়া হলো সেখানেও। কিন্তু নিকেতনেও নেই তিনি। বারবার চেষ্টা করে মুঠোফোনেও সাড়া পাওয়া যাচ্ছে না তার।