নানা জল্পনা-কল্পনার পর জানা গেছে চিত্রনায়িকা বুবলী শাকিব খানের সন্তানের মা হয়েছেন। গত আড়াই বছর ধরে বিষয়টি সবার মুখে মুখে থাকলেও স্বীকার করেননি তারা দু’জনের একজনও। তবে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে বিষয়টি খোলাসা করেছেন শাকিব-বুবলী দুজনেই।
এদিনই আবার গুঞ্জন উঠেছে এখন আর একসঙ্গে থাকছেন না শাকিব খান ও বুবলী। শোনা যাচ্ছে এখন আর একসঙ্গে থাকছেন না এই দুই তারকা। ‘লিডার : আমিই বাংলাদেশ’ সিনেমার শুটের আগেই এই দম্পতির ‘বিচ্ছেদ’ হয়েছে বলে দাবি সূত্রগুলোর।
যদিও নাম প্রকাশ না করার শর্তে ঢাকাই সিনেমার জনপ্রিয় এ জুটির ঘনিষ্ঠজনরা জানান, ২০১৯ সালে নারায়ণগঞ্জের একটি রিসোর্টে শাকিব-বুবলী ঘরোয়াভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। কিছুদিন তাদের সম্পর্ক ভালো চললেও দীর্ঘদিন ধরেই তারা আলাদা থাকছিলেন। যোগাযোগও কম ছিল তাদের মধ্যে।
এদিকে, সন্তান ও বিয়ের খবর প্রকাশ্যে আসার পরপরই শাকিব-বুবলীর বিচ্ছেদের গুঞ্জনও ছড়িয়ে পড়ে। তবে তা একেবারেই সত্য নয় বলে দাবি করেছেন বুবলীর পারিবারিক সূত্র।
সূত্রটি জানিয়েছে, শাকিব খান ও শবনম বুবলীর বিচ্ছেদ হয়নি, এটা শতভাগ নিশ্চিত। তারা এখনো স্বামী-স্ত্রী। বিচ্ছেদ হওয়ার পর কেউ সন্তানের নাম ও ছবি এভাবে প্রকাশ্যে আনে না। তারা সন্তান নিয়ে ভালো আছেন।
বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর এ বিষয়টি নিয়ে বুবলীও অবশ্যই গণমাধ্যমে বিস্তারিত জানাবেন বলেও জানায় সূত্রটি।