Bootstrap Image Preview
ঢাকা, ০৯ সোমবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৫ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যুক্তরাষ্ট্রে একই হোটেলে ছিলেন শাকিব-বুবলী! শাকিব খানের নতুন বার্তা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২২, ০৩:৪০ PM
আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২২, ০৩:৪০ PM

bdmorning Image Preview


তারকাদের জীবন আলোচনা আর সমালোচনায় ঘিরে থাকে বছরজুড়ে। সারা পৃথিবীতেই এ চর্চা রয়েছে। ঢালিউডও ব্যতিক্রম নয়।   ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে ঘিরে চিত্রনায়িকা শবনম বুবলীর প্রেম-বিয়ের গুঞ্জন নতুন নয়।

সম্প্রতি ফের সেই গুঞ্জন উসকে দিয়েছে যুক্তরাষ্ট্রে একই হোটেলের সামনে দুজনের ছবি প্রকাশ্যে আসার পর।

গতকাল অন্তর্জালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মাঝারি দামের, সীমিত পরিষেবা হোটেলগুলোর একটি হিলটন গার্ডেন ইনের সামনে বেশ কিছু ছবি প্রকাশ করে শবনম বুবলী ক্যাপশন জুড়েছেন, ‘থ্রোব্যাক যুক্তরাষ্ট্র অনেক স্মৃতির দেশ’।

আজ একই হোটেলের সামনে নিজের ছবি শাকিব খান অন্তর্জালে প্রকাশ করেছেন। তার পর থেকে দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন ভক্তরা। তবে কি ইঙ্গিতে দুই তারকা তাঁদের সম্পর্কের বার্তা দিলেন? এমন জল্পনা সিনেপাড়ায়।

যদিও নিজেদের সম্পর্ক নিয়ে কখনও মুখ খোলেননি শাকিব-বুবলী। চিত্রনায়িকা বুবলী সব সময়ই দাবি করে এসেছেন, শাকিব খান তাঁর অভিভাবকের মতো। যদিও একাধিক বার শাকিব খানের সাবেক স্ত্রী অপু বিশ্বাস দুজনকে জড়িয়ে নানা মন্তব্য করেছেন।

গুঞ্জন তো গুঞ্জনই, সত্যটা বলবে সময়।

Bootstrap Image Preview