Bootstrap Image Preview
ঢাকা, ১৪ সোমবার, অক্টোবার ২০২৪ | ২৮ আশ্বিন ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের অবরোধের ডাক ছাত্রলীগের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২২, ০১:২৫ PM
আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২২, ০১:২৫ PM

bdmorning Image Preview


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি বর্ধিত করার দাবিতে মূল ফটকে তালা ঝুলিয়ে অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দিয়েছেন ছাত্রলীগের একাংশ।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে অবরোধ শুরু হয়।

এদিকে আন্দোলনকারীদের বাধার মুখে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ক্যাম্পাস থেকে শিক্ষকদের কোনো বাস শহরে যেতে পারেনি। বন্ধ রয়েছে ক্যাম্পাসে রিকশা ও অটোরিকশার চলাচল। স্থগিত করা হয়েছে বিভিন্ন বিভাগের ক্লাস ও পরীক্ষা। এতে কার্যত অচল হয়ে পড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, যোগাযোগ ও সাংবাদিকতা এবং আরবি বিভাগের চতুর্থ বর্ষের পরীক্ষা স্থগিত করেছে বিভাগীয় কর্তৃপক্ষ।

আন্দোলনরত ছাত্রনেতারা বলেন, চবিতে পদবঞ্চিত নেতাদের কমিটিতে অর্ন্তভুক্ত, পদধারী নেতাদের যোগ্যতা অনুযায়ী ক্রমানুসারে পুনঃমূল্যায়ন ও বিবাহিত, চাকরিজীবী নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবিতে সেপ্টেম্বর মাসজুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবার ভোর ছয়টা থেকে এই অবরোধ শুরু করেন ছাত্রলীগের ছয় গ্রুপের নেতা-কর্মীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের এই অবরোধ চলবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মনিরুল হাসান বলেন, আজ ‘ক’ ইউনিটের ভাইভা রয়েছে। অবরোধের কারণে ভাইভা অনুষ্ঠিত হবে কিনা সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি। 

আরও পড়ুন: আজ রানিকে বিদায় জানাবে বিশ্ব

অপরদিকে অবরোধের কারণে শাটল ট্রেন না চলায় ক্লাস পরীক্ষা দিতে না পেরে ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থীরা। 

তারা বলেন, বারবার অবরোধের কারণে সেশনজটের মুখোমুখি হতে হচ্ছে। 

Bootstrap Image Preview