Bootstrap Image Preview
ঢাকা, ১৩ রবিবার, অক্টোবার ২০২৪ | ২৭ আশ্বিন ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আফগানিস্তান-পাকিস্তান ম্যাচে মারামারি, গ্রেফতার ৩৯১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২২, ১২:৫৩ PM
আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২২, ১২:৫৩ PM

bdmorning Image Preview


এশিয়া কাপের সুপার ফোর পর্বে ৭ সেপ্টেম্বর মুখোমুখি হয় পাকিস্তান ও আফগানিস্তান। সুপার ফোরে শ্রীলঙ্কার কাছে প্রথম ম্যাচ হেরে যাওয়ায় পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা ছিল বাঁচা-মরার।

ওই ম্যাচের শেষ ওভারে নাসিম শাহ’র দুই ছক্কায় আফগানিস্তান হেরে যায় ১ উইকেটে। হেরে যাওয়ার পর দুই দলের সমর্থকদের মধ্যে শুরু হয় মারামারি। বেশ কয়েকটি ভিডিওতে দেখা যায় পাকিস্তানের সমর্থকদেরকে গ্যালারীর চেয়ার খুলে মারছে আফগান সমর্থকরা।

এই ঘটনায় চটেছে আরব আমিরাতের পুলিশ। এরই মধ্যে ৩৯১ জনকে গ্রেফতার করেছে আরব আমিরাতে পুলিশ। যার মধ্যে ৯৭ জন গ্রেফতার হয়েছে মাঠের অবকাঠামো ক্ষতিগ্রস্ত করায়। জিও টিভির এক প্রতিবেদন বিষয়টি নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ১১৭ জন গ্রেফতার হয়েছে পাকিস্তানি সমর্থকদের আক্রমণ করায়। এছাড়া বেশ কিছু কারণ দেখিয়ে সব মিলে ৩৯১ জনকে গ্রেফতার করেছে আরব আমিরাত পুলিশ।

Bootstrap Image Preview