ছাদ থেকে পড়ে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের ভারতের কাশ্মীরের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মৃত খুশবু মঞ্জুর (১৯) মঞ্জুর আহমেদ তারাইয়ের মেয়ে এবং কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। শাহজাদপুরে শিক্ষা সফরে গিয়ে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (৭ সেপ্টেম্বর) খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জানা গেছে, গত মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সাথে ভারতের কাশ্মিরের ছাত্রী খুশবুসহ ৪৩ জন শিক্ষার্থী ও ৭ জন শিক্ষক স্ট্যাডি ট্যুরে শাহজাদপুর পিপিডি রেস্ট হাউজে যায়। দুপুরে খাবার শেষে খুশবু ভবনের ছাদে ওঠে। এক পর্যায়ে চারতলা ভবনটির ছাদ থেকে কোনোভাবে পড়ে গিয়ে গুরুতর আহত হয় সে।
পরে দুপুর ২টা ৪০ মিনিটে তাকে সেখান থেকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে মারা যান তিনি। বিকেলে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে তার মরদেহ।এ নিয়ে এনায়েতপুর থানার ওসি মো. আনিছুর রহমান বলেন, দুর্ঘটনার কারণ আমরা খতিয়ে দেখছি। তবে কেনো এমন ঘটনা ঘটলো তা ময়নাতদন্ত শেষে জানা যাবে। আমরা ইতোমধ্যেই তদন্তের কাজ শুরু করেছি।