Bootstrap Image Preview
ঢাকা, ২০ বৃহস্পতিবার, জুন ২০২৪ | ৬ আষাঢ় ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আনুষ্ঠানিক ঘোষণার আগেই বাংলাদেশ থেকে ফাঁস গুগলের ‘পিক্সেল ৭ প্রো’ !

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২২, ০২:৫৪ PM
আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২২, ০২:৫৪ PM

bdmorning Image Preview


গুগলের আনুষ্ঠানিক ঘোষণার কমপক্ষে এক মাস আগে বাংলাদেশ থেকে ফাঁস হয়েছে “পিক্সেল ৭ প্রো” মোবাইল! সম্প্রতি উত্তরার একটি দোকান তাদের “গ্যাজেটফুল বিডি” নামের ফেসবুক পেজ থেকে একটি ভিডিও পোস্ট করেছে। ভিডিওটিকে তারা বলছে “আনবক্সিং”।

প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ জানিয়েছে, ওই ভিডিওতে দেখানো মোবাইল ফোনটি আসন্ন “গুগল পিক্সেল ৭ প্রো” মোবাইলের মতোই দেখতে।

ভিডিওতে দেখা যায়, “পিক্সেল ৭ প্রো” লেখা গুগল-ব্র্যান্ডেড বাক্স থেকে একটি কালো রঙের মোবাইল বের করছেন একজন। সেই মোবাইলটির পেছনে রয়েছে “জি (G)” লোগো।

বিডিনিউজ টোয়েন্টিফোর জানিয়েছে, এ বিষয়ে কথা বলতে গ্যাজেটফুল বিডির একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করে তারা। ভিডিওতে দেখানো মোবাইলটি গুগলের “পিক্সেল ৭ প্রো” বলেই দাবি করেন তিনি।

কি করে এই ফোনটি হাতে পেলেন এমন প্রশ্নের জবাবে ওই মুখপাত্র বলেন, “আমরা আমাদের নিজেদের সোর্স ব্যবহার করে ফোনটি পেয়েছি।”

এর আগে বিভিন্ন সময় ফাঁস হওয়া গুগলের এই ফোনটির রেন্ডার পাওয়া গেছে বিভিন্ন সাইটে। ওইসব তথ্যের সঙ্গে এই মোবাইল ফোনটির মিল কতটা জানতে চাইলে তিনি বলেন, “বর্তমানে মোটামুটি নির্ভরযোগ্য তথ্যই ফাঁস হয়। আমরা আগে যা জেনেছি, তার সঙ্গে তার ৯৫% মিল আছে।”

এদিকে ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে, গ্যাজেটফুল বিডির পোস্ট করা ভিডিওর ফোনটির সঙ্গে গুগলের “অফিসিয়াল রেন্ডারের” ফোনটির মিল রয়েছে। এর পেছনের দিকে রয়েছে অ্যালুমিনিয়াম ক্যামেরা বার ও সেন্সরের জন্য দুটি “কাটআউট”। ডিভাইসের অ্যানিমেশনের সঙ্গে মিল আছে গুগল পিক্সেল ডিভাইস বুট করার সময় দেখানো মূল অ্যানিমেশনের। এছাড়া, “ডিভাইস সেটআপ স্ক্রিন”-ও দেখা গেছে ভিডিওতে।

ভার্জের প্রতিবেদনে আরও বলা হয়েছে, এর আগে দুটি “পিক্সেল ৭” ডিভাইসের প্রোটোটাইপ বিক্রির ঘটনা ঘটেছে। একটি ঘটেছে ই-কমার্স প্ল্যাটফর্ম “ইবে”-তে, যেখানে এক ব্যবহারকারী প্ল্যাটফর্মটিতে ডিভাইসটি বিক্রি করছিলেন। অন্যটি ঘটেছে সামাজিক মাধ্যম “রেডিট”-এ। তিনি দাবি করেছিলেন, ডিভাইসটি তিনি কিনেছেন ফেসবুকের “মার্কেটপ্লেস” থেকে।

উল্লেখ্য, চলতি বছরের মে মাসে অনুষ্ঠিত “আই/ও” আয়োজনে সর্বপ্রথম “পিক্সেল ৭” এবং “৭ প্রো” ডিভাইস দেখায় গুগল। “পিক্সেল ওয়াচের” পাশাপাশি এই ডিভাইস দুটি বাজারে আসতে পারে অক্টোবর মাসে।

Bootstrap Image Preview