মার্কিন র্যাপার কেনি ওয়েস্ট সম্প্রতি তাঁর সাবেক স্ত্রী কিম কার্দাশিয়ানের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর নিজের চার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা প্রকাশ করেছেন। এমনকি নিজের সংসার ভাঙার কারণ হিসেবে পর্নোগ্রাফি ও তাঁর শাশুড়িকে দোষারোপও করেছেন।
গত বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাতে, ইনস্টাগ্রামে একাধিক পোস্ট করেন কেনি ওয়েস্ট। যদিও পরবর্তী সময়ে তা মুছে ফেলেন।
স্ত্রী কিম কার্দাশিয়ান ও তাঁর পরিবারের উদ্দেশ্যে একটি পোস্টে তিনি লেখেন, ‘আমার সন্তানদের ভালো-মন্দের চিন্তা আপনাদের করতে হবে না। তাদের স্কুলে যাওয়া নিয়েও ভাবতে হবে না। তারা কোনো প্লেবয় ম্যাগাজিনের ফটোশুট বা সেক্স টেপ করবে না। ’
হলিউড ও নিজের পর্নো আসক্তির বিষয়টি উল্লেখ করে কেনি ওয়েস্ট লেখেন, ‘হলিউড একটি বিশাল পতিতালয়। পর্নোগ্রাফি আমার পরিবার ধ্বংস করেছে। আমি এটিতে আসক্ত ছিলাম। ইনস্টাগ্রাম এটি প্রচার করে। আমার দুই মেয়ে নর্থ ও শিকাগোর ক্ষেত্রে তা হতে দিবো না। ’
কেনি তাঁর পোস্টে প্রাক্তন শাশুড়ির প্রতি ঘৃণা উগড়ে দিয়েছেন। তিনি আরো লিখেছেন, তাঁর শাশুড়ির জন্যই তিনি দুই মেয়েকে নিয়ে চিন্তায় আছেন। তাঁর প্রশ্ন, দিদা ক্রিস কি তাঁর নাতনিদের খেয়াল রাখছেন? তাঁর সংসার ছারখার করেছে পর্নোগ্রাফি। কাইলি আর কিমকে ‘প্লে বয়’ ম্যাগাজিনের মডেল হওয়ার জন্য তাঁর শাশুড়িই প্রথম ইন্ধন জুগিয়েছিলেন।
কেনি ওয়েস্টের এই ধরনের পোস্টের পর হতবাক হয়েছে সবাই। এমনকি তাকে মেসেজ পাঠান স্ত্রী কিম কার্দাশিয়ান। এসব আচরন বন্ধ করার অনুরোধ করেন। সেই মেসেজের স্ক্রিনশট পোস্ট করে কেনি ওয়েস্ট আবার লেখেন, ‘না, আমাদের সামনাসামনি কথা বলা প্রয়োজন। ’
কেনি ওয়েস্টের সঙ্গে কিম কার্দাশিয়ানের ডিভোর্সের আইনি প্রক্রিয়া এখনো চলছে। ২০১২ সাল থেকে একসঙ্গে থাকতেন কিম কার্দাশিয়ান ও কেনি ওয়েস্ট। ২০১৪ সালে বিয়ে করেন তারা। তাদের চার সন্তান নর্থ, সেইন্ট, শিকাগো এবং স্যাম। গত বছর ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে ডিভোর্স আবেদন করেন কিম ও কেনি ওয়েস্ট।