পৃথিবীর বৃহত্তম বনাঞ্চল অ্যামাজনে ঢুকে নিখোঁজ হয়েছেন যুক্তরাজ্যের এক সাংবাদিক।
ব্রাজিলের অ্যামাজন রাজ্যের জাভরি এলাকায় জঙ্গলে গত শুক্রবার তাকে সর্বশেষ দেখা গেছে বলে এক প্রতিবেদনে মঙ্গলবার জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
ডম ফিলিপস গার্ডিয়ান পত্রিকার কন্ট্রিবিউটর হিসেবে কাজ করেন। একটি বইয়ের জন্য গবেষণার কাজে অ্যামাজনে গিয়েছিলেন তিনি।
৫৭ বছর বয়সী এই সাংবাদিক অ্যামাজন নিয়ে বিস্তর লেখালেখি করেছেন। এক দশকেরও বেশি সময় ধরে তিনি ব্রাজিলে বসবাস করছেন।
ধারণা করা হয়, প্রায় সাড়ে ৫ কোটি বছরের পুরনো অ্যামাজন বনাঞ্চল। পৃথিবীর ফুসফুস খ্যাত এই বনাঞ্চল রহস্যে ঘেরা।
ফিলিপসের সঙ্গে অ্যামাজনের জঙ্গলে ঢুকে নিখোঁজ হয়েছেন ব্রাজিল সরকারের আদিবাসী বিষয়ক সংস্থা ফুনাইয়ে কর্মকর্তা ব্রুনো পেরেইরাও। তিনি অ্যামাজনে বিচ্ছিন্ন উপজাতি বিষয়ক বিশেষজ্ঞ।
এ দুজনই আদিবাসী গ্রুপের পক্ষ থেকে হুমকি পেয়েছিলেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
সাংবাদিক ফিলিপসের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তারা এখন শুধু ক্ষণ গুনছেন।
ব্রাজিলের পুলিশ ও নৌবাহিনীর সদ্যরা নিখোঁজ দুজনের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছেন। গহীন জঙ্গলে তাদের খোঁজ করা হচ্ছে।
দুটি আদিবসাী গ্রুপের তথ্যানুযায়ী, সর্বশেষ জাবুরু লেকে একটি নৌকায় ঘুরছিলেন ওই দুজন। শনিবার তাদের শহরে ফেরার কথা ছিল।
নিখোঁজ দুজনের পরিবার এ ব্যাপারে উদ্বেগ জানিয়েছে। ফিলিপসের স্ত্রী আলেসান্দ্রা সাম্পাইও এক বিবৃতিতে বলেছেন, দয়া করে জরুরি পদক্ষেপ নিন। জরুরি মুহূর্তের উত্তর দিন।
জঙ্গলে প্রতিটি সেকেন্ড ভয়াবহ হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেন তিনি।
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডা সিলভা এক টুইটবার্তায় সাংবাদিকসহ দুজন নিখোঁজের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।
তিনি বলেন, ২০১৭ সালের গার্ডিয়ানের জন্য আমার একটি সাক্ষাৎকার নিয়েছিলেন ফিলিপস। আশা করি তারা ভালো আছেন, নিরাপদে আছেন এবং তাদের শিগগিরই খুঁজে পাওয়া যাবে।