Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দেশে চালের দাম কমবে, গম নিয়ে চিন্তা নেই: খাদ্যমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ মে ২০২২, ০৪:০৪ PM
আপডেট: ১৮ মে ২০২২, ০৪:০৪ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


খুব শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে। সেই সঙ্গে ভারত থেকে গম আমদানি নিয়েও কোন সংকট নেই বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন মন্ত্রী।

মৌসুমের শুরু ও শেষের মধ্যবর্তী সময়ের কারণে চালের দাম কিছুটা বাড়তি বলে জানান খাদ্যমন্ত্রী।

খাদ্যমন্ত্রী বলেন, ‘এখন ধানের মৌসুমের শেষ ও শুরুর সন্ধিক্ষণ। অটো রাইস মিলওয়ালাদের ধান এখনও চাতালে। তারা উত্পাদনে যায় নি। আর হাসকিং মিলওয়ালারা বৃষ্টির জন্য যে ধান ২ দিনে শুকাতো সেটা ৫-৭ দিন লাগছে। তবে চিন্তার কিছু নেই। খুব শিগগিরই দাম সহনীয় হবে। পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছি।

‘চালের যোগান কম নেই। কোনোভাবেই দেশে খাদ্য ঘাটতির সম্ভাবনা নেই।

‘গম রপ্তানির ক্ষেত্রে ভারত প্রতিবেশী দেশের জন্য কোনো নিষেধাজ্ঞা দেয়নি। সরকারিভাবে আমরা তাদের চিঠিও দিয়েছি। গম নিয়ে চিন্তা করছি না,’ যোগ করেন মন্ত্রী।

বেসরকারিভাবে যারা আমদানি করবে তাদেরও সমস্যা হবে না। সরকারের অনুমোদন সাপেক্ষে ভারত অনুমতি দেবে।

মন্ত্রী আরও জানান, তারপরও আমরা বিকল্প খুঁজছি। বুলগেরিয়ার সঙ্গে কথা চলছে।

‘বিশ্বে খাদ্য সমস্যা আছে। তবে কৃষি প্রধান দেশ বলেই ধান-চালে আমরা সম্পূর্ণ। গম যতটুকু লাগবে আমরা আমদানি করে নিতে পারবো,’ যোগ করেন মন্ত্রী।

Bootstrap Image Preview