Bootstrap Image Preview
ঢাকা, ১৪ শনিবার, ডিসেম্বার ২০২৪ | ৩০ অগ্রহায়ণ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সীমান্তে হামলায় ৭ পাকিস্তানি সেনা নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২২, ০২:১৩ PM
আপডেট: ১৬ এপ্রিল ২০২২, ০২:১৩ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


পাকিস্তান-আফগান সীমান্তে আবারও পাকিস্তানি সেনাদের লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে।

পাকিস্তানের আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার পাকিস্তানের খাইবার-পাখতুন এলাকার দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় সন্ত্রাসী হামলায় দেশটির ৭ সেনা নিহত হয়েছে।

হামলা শুরু হলে পাকিস্তানি সেনারাও হামলাকারীদের লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করে।

আইএসপিআর জানিয়েছে, সেনাদের গুলিতে ৪ হামলাকারী নিহত হয়েছে।

পাকিস্তানের সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই হামলার ঘটনায় নিহতের সাহসিকতার প্রশংসা করে বলেন, ‘আমরা সন্ত্রাসবাদকে পরাজিত করতে থাকবো এবং আমাদের ভূমিকে রক্ষা করবো।’

Bootstrap Image Preview