Bootstrap Image Preview
ঢাকা, ১৪ শনিবার, ডিসেম্বার ২০২৪ | ৩০ অগ্রহায়ণ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীকে ‘আন্তর্জাতিক ভিখারি’ বললেন এমপি!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২২, ০৪:৪৫ PM
আপডেট: ১৩ এপ্রিল ২০২২, ০৪:৪৫ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


পাকিস্তানে যখন রাজনৈতিক উত্থান পতনের ‘মেলা’ বসেছে তখনই দেশটির সংসদের একটি ভিডিও ভাইরাল হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেশটির নবনির্বাচিত প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে আন্তর্জাতিক ভিক্ষুক বলে চিনিয়ে দিলেন ইমরান খানের দলের এক এমপি।

পার্লামেন্টের ভেতরে ইমরান খানের পার্টি তেহেরিক-ই-ইনসাফের সংসদ সদস্য ফাহিম খান শাহবাজ শরিফকে আন্তর্জাতিক ভিক্ষুক বলে উল্লেখ করেন।

ফাহিম খান নিজেই এই ভিডিওটি রেকর্ড করেন। ভিডিওটি তিনি সোমবার (১১ এপ্রিল) টুইটারে শেয়ার করেছেন। শাহবাজ শরিফের শপথ গ্রহণের কিছুক্ষণ আগে ধারণ করা এই ভিডিওতে ফাহিম খানকে বলতে শোনা যায়, এখন আমি জাতীয় পরিষদে অবস্থান করছি। আমি আপনাদের এখন একজন আন্তর্জাতিক ভিক্ষুককে দেখাবো। এটা বলেই তিনি মুঠোফোনের ক্যামেরা শাহবাজ শরিফের দিকে তাক করান। এরপর আবারও গর্জে ওঠেন তরুণ এই সংসদ সদস্য।

নিজের টুইটার অ্যাকাউন্টে ফাহিম খান ভিডিওটি আপলোড করার সঙ্গে সঙ্গে সেটি ভাইরাল হয়। ইমরান সমর্থক নেটিজেনরা ফাহিমের ‘সাহসিকতা’র প্রশংসা করেন। তারা নয়া পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে ১৭৪ ভোটে দেশটির ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ বা পিএমএলএন-এর প্রধান শাহবাজ শরিফ। ৩৪২ আসনের পরিষদে প্রধানমন্ত্রী হতে দরকার ছিল ১৭২টি ভোট। নানা নাটকীয়তার পর ইমরান খানকে হটিয়ে বিরোধী শিবির এখন ক্ষমতার মসনদে।

Bootstrap Image Preview