দিনকয়েক আগে রণবীর কাপুর মিডিয়াকে ভুল করেও বলতে চাননি, কবে বিয়ে করছেন! এমনকি, এও বলেছিলেন ‘আমাকে কি পাগলা কুত্তায় কামড়েছে যে মিডিয়াকে বিয়ের দিন জানাবো!’ তবে শত চেষ্টাতেও লুকিয়ে রাখা গেল না। ফাঁস হয়ে গেল সব গোপন খবর। জানা হয়ে গেল, এপ্রিলেই গাঁটছড়া বাঁধছেন তারা। এটি ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে তাদের দুজনের খুব ঘনিষ্ঠজন। তার মতে, বিয়ের পরিকল্পনা ঠিক রাখতে এ মাসে কোনও কাজই রাখেননি তারা।
পরিবার ও কাছের বন্ধুদের উপস্থিতিতে হবে সমস্ত আয়োজন। চেম্বুরের আরকে হাউসে বিয়ে করবেন কাপুর সন্তান। পরিবারের এক ঘনিষ্ঠ সূত্র মিডিয়াকে জানিয়েছেন, রণবীর-আলিয়া বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত। তাই পরিকল্পনা অনুযায়ী তারা এ মাসে কোনও কাজ রাখেননি। অন্যদিকে, রণবীরের মা নীতু কাপুরকে নিয়মিতই দেখা যাচ্ছে মনীশ মলহোত্রার ফ্যাশন স্টোরে। মনীশ নিজেও কাপুর বাড়িতে এসেছেন কয়েকবার। বিয়ের পোশাকের দায়িত্ব তার কাঁধেই পড়েছে।
জানা যায়, করোনা পরিস্থিতি শুরু হওয়ার কারণেই বারবার পিছিয়ে গিয়েছে রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে। গত বছরই বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল তাদের। তবে এবার এপ্রিলকে বেছে নিয়েছেন তারা। মাসের মাঝামাঝি সময়ে বিয়ে করবেন রণবীর-আলিয়া। পরিবারের ঐতিহ্যবাহী বাড়ি আরকে হাউজে চারহাত এক হবে দুই তারকার। প্রসঙ্গত, রণবীর কাপুরের বাবা-মা ঋষি কাপুর ও নীতু কাপুরেরও বিয়ে হয় এই জায়গাতেই।
এদিকে, আলিয়ার ছবি ‘আরআরআর’ আপাতত চলছে সিনেমাহলে। এরপর মুক্তি পাবে রণবীরের সাথে বহু প্রতীক্ষিত ‘ব্রহ্মাস্ত্র’। একইসাথে করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র কাজ রয়েছে তার হাতে।
উল্টোদিকে রণবীরকে ‘ব্রহ্মাস্ত্র’ ছাড়াও দেখা যাবে ‘শামশেরা’য় বানি কাপুর ও সঞ্জয় দত্তের সাথে। সঙ্গে লাভ রঞ্জনের ‘অ্যানিমেল’ ছবিতে শ্রদ্ধা কাপুরের সাথে।