রাশিয়ার হামলায় ইউক্রেনের টালমাটাল অবস্থা। এমন অবস্থায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি নিহত হলে দেশটির নেতৃত্ব কে দেবে সেই প্রশ্ন উঠেছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনঙ্কেন বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিহত হলেও ইউক্রেনের সরকার টিকে থাকবে। ইউক্রেনের নাগরিকদের সেই পরিকল্পনা রয়েছে।
ব্লিনঙ্কেন বলেন, যেকোনো উপায়ে সরকারের ধারাবাহিকতা রক্ষার পরিকল্পনা ইউক্রেনের নাগরিকদের রয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রোববার যুক্তরাষ্ট্রের স্থানীয় টেলিভিশন সিবিসিতে এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন।
অ্যান্টনি ব্লিনঙ্কেন বলেন, ইউক্রেনের নাগরিকদের পরিকল্পনা রয়েছে তবে বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাই না।
সংকটের মুহূর্তে নেতৃত্বের জন্য ব্লিনঙ্কেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির প্রশংসা করেন।
অ্যান্টনি ব্লিনঙ্কেন বলেন, প্রেসিডেন্ট জেলেনস্কি যে নেতৃত্ব দেখিয়েছি, গোটা সরকার যে নেতৃত্ব প্রদর্শন করেছে সেটা স্মরণীয়। এই নেতৃত্ব ইউক্রেনের সাহসী জনগণের মধ্যে রূপায়ন ঘটেছে।
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের সেনাবাহিনীকে ইউক্রেনে অভিযানের নির্দেশ দেন। পুতিন সরাসরি বলেছেন, তার লক্ষ্য জেলেনস্কি সরকারকে উৎখাত করা। এক বক্তব্যে রাশিয়ার প্রেসিডেন্ট ইউক্রেনের সেনাবাহিনীর প্রতি জেলেনস্কিকে উৎখাতের আহ্বান জানান।
জেলেনস্কি নিজেও একাধিকবার বলেছেন, রাশিয়ার টার্গেট তিনি এবং তার পরিবার। তবে যেকোনো অবস্থায় তিনি দেশে ছেড়ে যাবেন না বলে প্রত্যয় ব্যক্ত করেছেন।
সূত্র: সিএনএন