Bootstrap Image Preview
ঢাকা, ০৬ শুক্রবার, ডিসেম্বার ২০২৪ | ২১ অগ্রহায়ণ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইউরোপে বন্ধ হয়ে যেতে পারে ফেসবুক ও ইনস্টাগ্রাম: মেটা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী ২০২২, ০১:৪১ PM
আপডেট: ০৯ ফেব্রুয়ারী ২০২২, ০১:৪১ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নাগরিকদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের তথ্য স্থানান্তর বন্ধ করতে একটি নতুন আইন প্রণয়নে কাজ চলছে। এ আইন কার্যকরের পর যুক্তরাষ্ট্রে তথ্য স্থানান্তরে ব্যর্থ হলে ইউরোপে ফেসবুক এবং ইনস্টাগ্রাম বন্ধ করে দিতে পারে মেটা। সম্প্রতি প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এ সতর্কবার্তা উচ্চারণ করেছে সোশ্যাল মিডিয়া জায়ান্টটি।

ফেসবুকের পক্ষ থেকে বলা হয়েছে, ‘যদি একটি নতুন ট্রান্সলান্টিক তথ্য স্থানান্তর কাঠামো গৃহীত না হয় এবং আমরা যদি এসসিসির (স্ট্যান্ডার্ড কনট্রাকচুয়াল ক্লজেস) ওপর নির্ভরশীলতা বজায় রাখতে না পারি অথবা ইউরোপ থেকে যুক্তরাস্ট্রে তথ্য স্থানান্তরের কোনো বিকল্প উপায় না থাকে, তাহলে ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো সেবাগুলো ইউরোপে বন্ধ করে দিতে বাধ্য হবো।’

কোম্পানিটি জানিয়েছে, এ ধরনের আইন বস্তুগতভাবে আমাদের ব্যবসা, আর্থিক পরিস্থিতি এবং কার্যক্রমের ফলাফলের ওপর মারাত্মক প্রভাব ফেলবে।

ইউরোপের আইনপ্রণেতা অ্যাক্সেল ভস এ প্রসঙ্গে টুইটারে লিখেছেন, মেটা তাদের তথ্য সুরক্ষার মান ছেড়ে দেওয়ার জন্য ইইউকে হুমকি দিতে পারে না। তিনি আরও জানান, ইউরোপ ছেড়ে যাওয়া তাদের জন্যই লোকসানের হবে। এদিকে মেটার মুখপাত্র জানিয়েছেন, ইউরোপ থেকে চলে যাওয়ার কোনো ইচ্ছা এবং পরিকল্পনা নেই তাদের।

Bootstrap Image Preview