Bootstrap Image Preview
ঢাকা, ১৪ শনিবার, ডিসেম্বার ২০২৪ | ৩০ অগ্রহায়ণ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কেটি পেরির নগ্ন ছবিতে প্রেমিক অরল্যান্ডোর মন্তব্যে ‘লাইক’-এর বন্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০২২, ১০:১৯ PM
আপডেট: ১৬ জানুয়ারী ২০২২, ১০:১৯ PM

bdmorning Image Preview


ইনস্টাগ্রামে প্রায় নগ্ন একটি ছবি পোস্ট করেছেন মার্কিন পপ তারকা কেটি পেরি। উত্তাল স্যোশাল মিডিয়া। সেই ছবিতেই ঘর সংসারের প্রসঙ্গ তুললেন কেটির প্রেমিক এবং হলিউড অভিনেতা ওরল্যান্ডো ব্লুম।

ছবিতে দেখা যাচ্ছে- ক্যামেরার দিকে পেছন ফিরে, দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে কেটি। পরনে কেবল মাত্র কালো রঙের একটি প্যান্ট। উর্ধাঙ্গ অনাবৃত। চুল অগোছালো হয়ে কোমর ছুঁয়েছে। ছবিতে লেখা, ‘লেট ইট বার্ন বেবি’ অর্থাৎ ‘পুড়তে দাও সোনা’। সেই ছবির তলাতেই অরল্যান্ডো ব্লুম লিখলেন, ‘বাড়িতে বাদাম দুধ শেষ হয়ে এসেছে। আরও খানিকটা আনা যায়?’ হলিউড তারকার এই মন্তব্যে ২৪ ঘণ্টায় সাড়ে ১৪ হাজার মানুষের ‘লাইক’ পড়ে গেছে।

২০১৬ সাল থেকে প্রেম করছেন ৩৬ বছরের পপ তারকা এবং ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’-এর অভিনেতা অরল্যান্ডো। ২০১৭ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে গেলেও পরের বছর ফের তাঁরা কাছাকাছি আসেন। ২০১৯ সালে বাগদান। ২০২০-তে দুই তারকার জীবনে আসে তাঁদের প্রথম সন্তান।

 

Bootstrap Image Preview