Bootstrap Image Preview
ঢাকা, ১৪ শনিবার, ডিসেম্বার ২০২৪ | ৩০ অগ্রহায়ণ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বান্দরবানের রুমা ও আলীকদমে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২১, ১০:৫০ PM
আপডেট: ২৬ নভেম্বর ২০২১, ১০:৫০ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


বান্দরবানের আলীকদম ও রুমা উপজেলায় তৃতীয় ধাপে ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে রোববার ২৮ নভেম্বর)। এ কারণে শনিবার (২৭ নভেম্বর) দিনগত মধ্যরাত থেকে রোববার (২৮ নভেম্বর) মধ্যরাত পর্যন্ত পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে বান্দরবান জেলা প্রশাসন।
 
বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য  নিশ্চিত হওয়া গেছে।
 
বিজ্ঞপ্তিতে জানা যায়, রোববার (২৮ নভেম্বর) ৩য় ধাপে বান্দরবান জেলার আলীকদম ও রুমা উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তাই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের জন্য আগামী শনিবার (২৭ নভেম্বর) দিবাগত মধ্যরাত থেকে রোববার (২৮ নভেম্বর) মধ্যরাত পর্যন্ত বান্দরবানের আলীকদম ও রুমা উপজেলায় পর্যটক ভ্রমণের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ থাকবে।
 
জানা যায়, রোববার (২৮ নভেম্বর) ৩য় ধাপে বান্দরবান জেলার আলীকদম ও রুমা উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।  

Bootstrap Image Preview