যুক্তরাজ্য সেনাবাহিনীর নতুন প্রযুক্তির একটি স্টিলথ ফাইটার জেট ভূমধ্যসাগরে বিধ্বস্ত হয়েছে। এয়ারক্র্যাফট ক্যারিয়ার এইচএমএস কুইন এলিজাবেথ থেকে পরিচালিত যুদ্ধবিমানটি বুধবার সকালে দুর্ঘটনার মুখে পড়ে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক টুইটে খবরটি জানায় বলে উল্লেখ করেছে সিএনএন।
তবে পাইলট বিমান থেকে বের হয়ে নিরাপদে জাহাজে ফিরেছে। রুটিন ফ্লাইটের সময় এ বিপত্তি ঘটে উল্লেখ করে মন্ত্রণালয় আরও জানায়, এ বিষয়ে তদন্ত চলছে।
যুক্তরাষ্ট্রের উদ্ভাবিত এক ইঞ্জিনের এফ-৩৫বি স্টিলথ জেটটি উলম্বভাবে অবতরণ করতে সক্ষম। যার এক-একটির নির্মাণ ব্যয় সাড়ে ১১ কোটি ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৯৮৮ কোটি টাকারও বেশি।
গত জুনে কুইন এলিজাবেথ থেকে মধ্যপ্রাচ্যে এসআইএসআই-বিরোধী অপারেশনে উড়ে যায় এফ-৩৫ যুদ্ধবিমান। যা ছিল এক দশকের বেশি সময় পর এ রণতরী থেকে প্রথম যুদ্ধ অভিযান।
এর আগে ২০১৯ সালে ব্রিটিশ এফ-৩৫ বিমানগুলো প্রথমবারের মতো যুদ্ধে অংশ নেয়। সাইপ্রাসের রাজকীয় বিমান ঘাঁটি থেকে ইরাক ও সিরিয়ায় আইএসকে লক্ষ্য করে বোমাবর্ষণ করে তখন।
তবে এফ-৩৫ যুদ্ধবিমান দুর্ঘটনায় পড়ার ঘটনার এবারই প্রথম নয়। এর আগে যুক্তরাষ্ট্র ও জাপানের বিমান দুর্ঘটনায় পড়ে। ২০১৮ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনায় প্রথমবারের মতো বিধ্বস্ত হয় এফ-৩৫। পরের বছর জাপান প্রশান্ত মহাসাগরে একটি বিমান হারান। ২০২০ সালের আরেকটি মার্কিন স্টিলথ বিধ্বস্ত হয়।