অনুমতি না নিয়ে হোটেলের বায়ো বাবল থেকে বেরিয়ে বাইরের মানুষের সঙ্গে সাক্ষাৎ করায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আম্পায়ারকে মাইকেল গঘকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি ৬ দিন কোয়ারেন্টাইনে থাকবেন।
মাইকেল গঘকে আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম সেরা আম্পায়ার হিসেবে বিবেচনা করা হয়। তার করোনার বিধিনিষেধ লঙ্ঘনের বিষয়টি নিয়ে খবর প্রকাশ করেছে ডেইলি মিরর। শুক্রবার মাইকেল গঘ হোটেল থেকে বেরিয়েছিলেন। পরে তাকে টুর্নামেন্ট থেকে নির্দিষ্ট সময়ের জন্য সরে দাঁড়ানোর নির্দেশ দেয় আইসিসির বায়ো-সিকিউরিটি কমিটি।
মহামারী করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে কঠোর বিধিনিষেধের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে বিশ্বকাপ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এখন চলছে সুপার টুয়েলভের খেলা।