Bootstrap Image Preview
ঢাকা, ১৪ শনিবার, ডিসেম্বার ২০২৪ | ৩০ অগ্রহায়ণ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৩ বছরের মধ্যে তেলের বাজারে আগুন লেগেছে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২১, ০৩:১১ PM
আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২১, ০৩:১১ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


ইউরোপে জ্বালানি সংকটের মধ্যে টানা সাত দিন আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে। এ সময় অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৮০ ডলার ছাড়িয়েছে। যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ।

মঙ্গলবার প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ছিল ৮০.৬৯ ডলার, যা ২০১৮ সালের অক্টোবরের পর থেকে সর্বোচ্চ। খবর রয়টার্সের।

সামনের দিনগুলোতে এই তেলের দাম আরও বাড়বে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

মার্কিন ব্যাংক গোল্ডম্যান স্যাকস জানায়, চলতি বছরের শেষের দিকে তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলারে পৌঁছাতে পারে।

করোনা মহামারির শুরুতে তেলের দাম কমতে শুরু করে। গত বছরের এপ্রিলে  ইতিহাসে প্রথমবারের মতো তেলের দাম ব্যারেলপ্রতি ‘শূন্য’ ডলারেরও নিচে নেমে যায়। বিভিন্ন দেশে করোনার কারণে আরোপ করা লকডাউন বা বিধিনিষেধ বিভিন্ন দেশ প্রত্যাহার করে নেওয়ার পর অর্থনীতি সচল হলে ফের তেলের চাহিদা বাড়তে থাকে।

Bootstrap Image Preview