Bootstrap Image Preview
ঢাকা, ১৯ বুধবার, জুন ২০২৪ | ৪ আষাঢ় ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এবার রূপালি পর্দায় অঞ্জন দত্তের বেলা বোস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ জুলাই ২০২১, ০২:৫৬ PM
আপডেট: ৩১ জুলাই ২০২১, ০২:৫৬ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


অঞ্জন দত্তের বেলা বোসের কথা নিশ্চয়ই মনে আছে সবার? কালজয়ী সেই গান "এটা কি ২৪৪১১৩৯, বেলা বোস তুমি পারছ কি শুনতে?..." ভারতের খ্যাতনামা সংগীতশিল্পী অঞ্জন দত্তের গানের বিখ্যাত চরিত্র ‘বেলা বোস’। এবার সেই বেলা বোসকেই নিয়ে আসা হচ্ছে বড় পর্দায়। আইকনিক এই চরিত্র নিয়ে সিনেমা বানাবেন অঞ্জন দত্ত নিজে। শুধু তাই না, অঞ্জন দত্তের গানের চরিত্র রঞ্জনা, ম্যারি অ্যানকে নিয়ে অঞ্জনকেও দেখা যাবে রূপালি পর্দায়।

বৃহস্পতিবার (২৯ জুলাই) প্রযোজক রানা সরকারের বরাতে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার এ তথ্য জানিয়েছে।

"রঞ্জনা আমি আর আসব না" ছবির মাধ্যমে অঞ্জন দত্তের "রঞ্জনা"কে ২০১১ সালে প্রথমবারের মত রুপালি পর্দায় দেখা গেছিলো। সেই ছবিরই ১০ বছর পূর্তি উপলক্ষে প্রযোজক রানা সরকার জানান, "রঞ্জনা আমি আর আসব না" ছবির ১০ বছরের উদযাপনে আবার একসঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন অঞ্জন-রানা। "বেলা বোসের জন্য" চলচ্চিত্রের মাধ্যমে এবার তাদের হাত ধরে সবর সামনে আসবেন বেলা বোস।

রানা বলেন, "অঞ্ন দত্তের রঞ্জনা, বেলা বোস, ম্যারি অ্যানকে নিয়ে সাধারণ মানুষ বরাবর কৌতূহলী। সেই কৌতূহল মেটাতেই এই আয়োজন। এখন পর্যন্ত শুধু বিষয় বাছাই করা হয়েছে। অঞ্জনদা চিত্রনাট্য লেখা শেষ করেছেন। এখনো অভিনেতা বাছাই করা হয়নি।"

তবে এটা "রঞ্জনা"র সিকুয়েল হতে যাচ্ছে কি না সে ব্যাপারে পরিষ্কার করে কিছু বলেননি রানা সরকার। ছবি দেখেই সেটি বলা যাবে বলে দাবি তার।

রঞ্জনার চরিত্রে অভিনয় করে বড় পর্দায় অভিষেক হয়েছিলো পার্নো মিত্রর। নিজের অভিনয়ের মাধ্যমে অঞ্জন দত্তের “রঞ্জনা”কে পর্দায় জীবন্ত করে ফুটিয়ে তুলেছিলেন পার্নো। বেলা বোসের রূপায়নেও ১০ বছরের অভিনয়জীবন পার করা পার্নোই থাকবেন কি না তা জানাননি রানা। তার দাবি, পার্নোও থাকতে পারেন আবার অন্য কাউকেও দেখা যেতে পারে বেলা বোস হিসেবে।

বেলা বোসকে বারবার ফোনে ডাক পাঠানো নায়কের ভূমিকা নিয়ে রানা জানান, আগের ছবির মতো এই ছবিতেও নায়ক নাও থাকতে পারেন। তবে অঞ্জন দত্ত থাকবেন।

“রঞ্জনা আমি আর আসব না”র গান বেশ আলোচনা তুলেছিল। তাই এবারও সঙ্গীত পরিচালনায় থাকবেন অঞ্জন দত্তের ছেলে নীল দত্তই। নতুন গানের পাশাপাশি পুরোনো গানও ব্যবহার করা হবে ছবিতে। তবে নতুন গান কারা গাইবেন, সেটাও এখনো ঠিক হয়নি। ছবির শুটিং হবে পশ্চিম বাংলার উত্তরবঙ্গে।

বেলা বোসের মত আইকনিক একটি চরিত্রকে গানের মত রূপালি পর্দায়ও আইকনিক করে তোলার মত চ্যালেঞ্জ সম্পর্কে অঞ্জন দত্ত বলেন, "ভীষণ কঠিন! তবে চ্যালেঞ্জটা আমি নিচ্ছি। ৬৬ বছর বয়সে এসেও যে এই চ্যালেঞ্জ নিতে পারছি, তার কারণ রানা সঙ্গে আছে বলেই।"

তবে গানের ক্ষেত্রে যে বেলা বোসকে সবাই যেমনটা জেনেছিলেন, বড় পর্দায় সেভাবে দেখা যাবে না বলেই জানিয়েছেন অঞ্জন দত্ত। তিনি জানান, সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটে বেলাকে সম্পূর্ণ অন্যরকমভাবে হাজির করবেন তিনি। আর হ্যাঁ, এবারে কিন্তু সেখানে টেলিফোন থাকবে, তোলাও হবে এবং প্রেমও থাকবে। তবে তা সম্পূর্ণ নতুন এক মোড়কে হাজির করা হবে দর্শকের কাছে, এমনটিও জানান তিনি।

Bootstrap Image Preview