Bootstrap Image Preview
ঢাকা, ০৯ সোমবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৫ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শিল্পা দম্পত্তিকে ৩ লাখ রুপি জরিমানা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ জুলাই ২০২১, ০১:৩৩ PM
আপডেট: ৩০ জুলাই ২০২১, ০১:৩৩ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


এদিকে পর্নোকাণ্ডে আলোচনায় থাকা রাজ-শিল্পাকে ৩ লাখ রুপি জরিমানা করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (সেবি)। ব্যবসায়িক চুক্তিভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে এ জরিমানা করা হয়েছে। ফলে আরও বিপদে পড়লেন রাজ কুন্দ্রা ও শিল্পা শেঠি।

পাশাপাশি জরিমানা করা হয়েছে রাজ-শিল্পার ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ভিয়ান ইন্ডাস্ট্রিজকেও। নির্দেশ প্রদানের ৪৫ দিনের মধ্যে যৌথভাবে এবং সমভাবে জরিমানার অর্থ পরিশোধ করতে হবে রাজ-শিল্পাকে। খবর আনন্দবাজার।

সেবি সূত্রে জানা গিয়েছে, শিল্পা ও রাজের সংস্থা ভিয়ান ইন্ডাস্ট্রিজ সেবির 'প্রভিশনস ইনলাইডার ট্রেডিং রেগুলেশন' লঙ্ঘন করেছিল কিনা, তা নিয়ে ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত যে তদন্ত চলেছিল তার ভিত্তিতেই এই নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভায়ান ইন্ডাস্ট্রিজ ২০১৫ সালে ৫ লাখ ইকুইটি শেয়ারের অগ্রাধিকার বরাদ্দ করেছিল। এর মধ্যে ১ লাখ ২৮ হাজার ৮০০ টি ইক্যুইটি শেয়ার রাজ কুন্দ্রা এবং শিল্পা শেঠিকে বরাদ্দ করা হয়েছিল। তারা দুজনেই কোম্পানির প্রোমোটার ছিলেন। ব্যবসায়িক চুক্তি অনুযায়ী সংস্থাকে নির্দিষ্ট সময় তাদের প্রয়োজনীয় তথ্য জানাতে হত। কারণ অঙ্কের নিরিখে যে লেনদেন হয়েছিল, তা ১০ লাখ টাকার গণ্ডি পার করে গিয়েছিল। কিন্তু সেবির অভিযোগ, শেয়ার বিক্রির বিষয়টি প্রায় ৩ বছরেরএও বেশি সময় পরে জানানো হয়েছে। নিজেদের স্বপক্ষে ভিয়ান ইন্ডাস্ট্রিজ যে যুক্তি দেখিয়েছিল, তা গ্রাহ্য করা হয়নি। বরং তাদেরকে ৩ লাখ রুপি জরিমানা করা হয়েছে।

এদিকে পর্নোকাণ্ডে গ্রেপ্তার শিল্পার স্বামী রাজ কুন্দ্রার জামিন নামঞ্জুর করেছেন আদালত। তাকে আরও ১৪ দিন জেল হেফাজতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) এমন তথ্যই প্রকাশ করে ভারতীয় একাধিক সংবাদমাধ্যম।

পর্নো ভিডিও তৈরি এবং প্রকাশের অভিযোগে গেল ১৯ জুলাই রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। তারপর থেকে পুলিশ হেফাজতে ছিলেন তিনি। গেল শুক্রবার (২৩ জুলাই) রাজ-শিল্পার মুম্বাইয়ের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় ৫১টি পর্নোভিডিও উদ্ধার করা হয়।

Bootstrap Image Preview