ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি আবারও সিনেমা নিয়ে ব্যস্ত হয়েছেন। কাজ করছেন রাশিদ পলাশের 'প্রীতিলতা' সিনেমায়। সম্প্রতি প্রীতিলতার লুকে আলোচনায় এসেছেন তিনি।
বৃহস্পতিবার (২৯ জুলাই) ফেসবুকে এক স্ট্যাটাস দিয়েছেন পরী। সেখানে তুলে ধরেছেন জীবন নিয়ে তার ভাবনা ও বোধের কথা। পরীমনির ভাষায় জীবন হলো আইসক্রিমের মতো। যাকে ধীরে ধীরে উপভোগ করতে হয়।
পরী লেখেন, ‘জীবনও তাই, শুধু সুখটুকুতে এর বিস্বাদ ধরে! তাই তাকেও এর কান্না, দুঃখ, হতাশা, আনন্দ, বেদনা, ভালোবাসা সবটাই দিও। জীবনের পুরোটা উপভোগ করাই তো জীবন!’
জীবনের মানে একেক জনের কাছে একেক রকম। তবে ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনির কাছে জীবন মানে- আইসক্রিমের মতো।
বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ ও অ্যাকাউন্টে জীবনের মানে নিয়ে একটি স্ট্যাটাস দেন পরীমনি।
পরী লেখেন, ‘জীবন হলো আইসক্রিমের মতো! কামড়ে খাওয়ার তাড়া থাকতে নেই। এতে স্বাদ অনুভব হয় না। শুধু খাওয়াটাই হয়। স্বাদ পেতে হলে চেটেই খাও। তোমার ঠোঁট, জিভ, দাঁত, গলা, চিবুক আর তোমার পাকস্থলিকে টের পেতে দাও এর হিম!
‘জীবনও তাই, শুধু সুখটুকুতে এর বিস্বাদ ধরে! তাই তাকেও এর কান্না, দুঃখ, হতাশা, আনন্দ, বেদনা, ভালোবাসা সবটাই দিও। জীবনের পুরোটা উপভোগ করাই তো জীবন!’
ঢালিউড নায়িকা পরীমনির জীবনে বড় ঝড় বয়ে গেছে। কদিন আগে প্রতিষ্ঠিত ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ, ব্যক্তিগত সহকারী অমিসহ কয়েকজনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন নায়িকা।
অবশ্য পরীমনির বিরুদ্ধেও অভিযোগ বিস্তর। গভীর রাতে মদ্যপ অবস্থায় রেস্তোরাঁয় ভাঙচুর চালানোর অভিযোগ রয়েছে পরীমনির বিরুদ্ধে।
এসব কারণে ভালোবাসা, সহানুভূতি পাওয়ার সঙ্গে সঙ্গে কটূক্তির শিকারও হচ্ছেন বাংলা সিনেমার এই নায়িকা।
জীবনের এই ঝঞ্ঝাময় মুহূর্ত কাটিয়ে আবার স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টায় পরীমনি। এবার এফডিসিতে বেশ কয়েকটি গরু কোরবানি করে দুস্থদের মাঝে মাংস বিতরণ করেছেন।
কাজেও নেমে পড়েছেন নায়িকা। কদিন আগে শুটিংয়ের কাজে দুবাই গেছেন।
লকাডাউনের কারণে সবাই এখন বাসায় থাকছেন; শুটিং বন্ধই বলা যায়। এই বিরতি কাটিয়ে শুটিং সিডিউল ফিক্স করেছেন পরীমনি। প্রীতিলতা চরিত্রে ক্যামেরার সামনে দাঁড়াতে যাচ্ছেন তিনি। ১০ আগস্ট থেকে সেই সিনেমার দৃশ্যধারণের কাজ শুরু হওয়ার কথা রয়েছে।