Bootstrap Image Preview
ঢাকা, ০৯ সোমবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৫ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধানুশের নতুন সিনেমায় তিন নায়িকা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ জুলাই ২০২১, ১২:৪৩ PM
আপডেট: ১৪ জুলাই ২০২১, ১২:৪৩ PM

bdmorning Image Preview


‘হোয়াই দিস কোলাবেরি কোলাবেরি দি’—একসময় সবার মুখে মুখে ছিল সুপারহিট এই গানের কলি, সুর। এই গানের নেপথ্যে ছিলেন দক্ষিণি সুপারস্টার ধানুশ। তাঁর সাফল্যের ঝুলিতে শুধুই হিট ছবি নয়, হিট গানও আছে অনেক। তাঁর আরেকটি পরিচয়ও আছে। সুপারস্টার রজনীকান্তের জামাই। রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়াকে ২০০৪ সালের ১৮ নভেম্বর বিয়ে করেন ধানুশ।

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কাপ্রাপ্ত অভিনেতা ধানুশ। পরিচালক মিথরান জওহরের পরিচালনায় বেশ কিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেতা।  দীর্ঘদিন পর আবারো একসঙ্গে কাজ করবেন তারা। মজার বিষয় হলো—‘ডি৪৪’ নামের এ সিনেমায় তিন নায়িকা অভিনয় করবেন।

টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, ‘ডি৪৪’ নামের  সিনেমায় তিনজন নায়িকা নিয়ে অভিনয় করবেন ধানুশ। তারা হলেন—নিথিয়া মেনন, প্রিয়া ভবানি, হংসিকা মোতওয়ানি। সিনেমাটির কেন্দ্রীয় নারী চরিত্রে দেখা যাবে তাদের।

এর গল্প, চিত্রনাট‌্য, সংলাপও রচনা করেছেন ধানুশ নিজেই। এটি প্রযোজনা করছে সান পিকচার্স। এর সংগীত পরিচালনা করবেন অনিরুদ্ধ রবিচন্দর।

তবে এখনো শুটিংয়ের বিষয়ে কিছু জানা যায়নি। খুব শিগগির এ বিষয়ে বিস্তারিত ঘোষণা করবেন বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।

ধানুশ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জাগেম তান্ডিরাম’। অ‌্যাকশন-থ্রিলার ঘরানার এ সিনেমা গত ১৮ জুন মুক্তি পেয়েছে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ঐশ্বরিয়া লক্ষ্মী।

ধানুশের পরবর্তী সিনেমা ‘আতরাঙ্গি রে’। এরই মধ‌্যে হিন্দি ভাষার সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন সাইফ আলী খানের কন‌্যা সারা আলী খান। আগামী ৬ আগস্ট এটি মুক্তির কথা রয়েছে।

নিজের ব্যক্তিগত জীবনযাত্রা নিয়েও প্রায়ই খবর হন ধানুশ। যেমন এই মুহূর্তে তাঁর নতুন বাড়ি ঘিরে চর্চা হচ্ছে। বেশ কিছুদিন ধরেই তাঁর স্বপ্নের বাড়ি নিয়ে আলোচনায় আছেন ধানুশ। জানা গেছে, চেন্নাইয়ে প্রাসাদসম একটি বাংলো নির্মাণ করছেন তিনি।

Bootstrap Image Preview