বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সংক্রমণের সংখ্যা আরও কমেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় কমেছে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীর সংখ্যাও। করোনয় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারতকে পেছনে ফেলে গত ২৪ ঘণ্টায় সর্বাধিক মৃত্যুর রেকর্ড ইন্দোনেশিয়ায়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে এক হাজার ৭ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ২৫ লাখ ২৭ হাজারের বেশি মানুষ এবং মারা গেছে ৬৬ হাজার ৪৬৪ জন।
বিশ্বে গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৫০১ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩ লাখ ৭৩ হাজার ৭১১ জন। অন্যদিকে সুস্থ হয়েছেন ৩ লাখ ৫৫ হাজার ৩৭ জন।
রবিবার (১২ জুলাই) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।
এ নিয়ে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৮ কোটি ৭৬ লাখ ২০ হাজার ৮০৪। অন্যদিকে মৃতের সংখ্যা প্রায় ৪০ লাখ ৪৯ হাজার ১০৩। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৭ কোটি ১৫ লাখ ৮১ হাজার ৩৪০ জন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনার সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৭ লাখ ৩২ হাজার ৭৫৩ জন। এর মধ্যে মারা গেছেন ৬ লাখ ২২ হাজার ৮৪৫ জন। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৯২ লাখ ৪৪ হাজার ১০৩ জন।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৮ লাখ ৭৩ হাজার ৯০৭ জনে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪ লাখ ৮ হাজার ৭৯২ জনের। এছাড়া সুস্থ হয়েছেন ৩ কোটি ৭ হাজার ২০০ জন।
তৃতীয় অবস্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। যদিও মোট মৃত্যুর দিক থেকে দ্বিতীয় অবস্থানে তারা। সেখানে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩৩ হাজার ৫৪৬ জনে। এছাড়া এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৯০ লাখ ৮৯ হাজার ৯৪০ জন।
অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ ১১ হাজার ৩২৫ জন, রাশিয়ায় এক লাখ ৪৩ হাজার ২ জন, যুক্তরাজ্যে এক লাখ ২৮ হাজার ৪২৫ জন, ইতালিতে এক লাখ ২৭ হাজার ৭৭৫ জন, তুরস্কে ৫০ হাজার ২২৯ জন, স্পেনে ৮১ হাজার ৩ জন, জার্মানিতে ৯১ হাজার ৭৬৭ জন এবং মেক্সিকোতে ২ লাখ ৩৪ হাজার ৯০৭ জন মারা গেছেন।