Bootstrap Image Preview
ঢাকা, ০৬ শুক্রবার, ডিসেম্বার ২০২৪ | ২১ অগ্রহায়ণ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আর নেই ‘সুপারম্যান’ চলচ্চিত্রের পরিচালক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ জুলাই ২০২১, ০১:১২ PM
আপডেট: ০৬ জুলাই ২০২১, ০১:১২ PM

bdmorning Image Preview


একানব্বই বছরে না ফেরার দেশে চলে গেলেন হলিউড সিনেমার নির্মাতা রিচার্ড ডোনার । সোমবার (৫ জুলাই) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। খবর বিবিসি’র।

ডোনার মারা যাওয়ার বিষয়টি  দ্য ডেডলাইন’কে জানিয়েছেন তার স্ত্রী ও চলচ্চিত্র প্রযোজক লরেন শুলার ডোনার।

ডোনারের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন অসংখ্য লোক। তাদের মধ্যে আছেন মেল গিবসন ও শেন অস্টিনের মতো অভিনেতাও।

১৯৩০ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন্মগ্রহণ করেন রিচার্ড ডোনার। ১৯৫৭ সালে ক্যরিয়ার শুরু করেন রিচার্ড। টেলিভিশন সিরিজ নির্মাণের মাধ্যমে কর্মজীবন শুরু হয় তার। পরিচালনার পাশাপাশি প্রযোজক হিসেবেও নাম রয়েছে রিচার্ড ডোনারের। তিনি প্রথম নির্মাণ করেন ১৯৭৬ সালে। তার উল্লেখযোগ্য কাজগুলো হলো- দ্য ওমেন, সুপারম্যান, দ্য গুনিজ, ডোনার কাট, সুপারম্যান-২, ম্যাভেরিক ইত্যাদি।

প্রযোজক হিসেবে তিনি লগ্নি করেছেন ‘ওমেন থ্রি’, ‘দ্য লাস্ট বয়েজ’, ‘ডেলিরিয়াস’, ‘এক্স-মেন’, ‘এক্স-মেন অরিজিনাল’, ‘ফ্রি উইলি ইত্যাদি। তিনি অর্ধশত টেলিভিশন সিরিজ নির্মাণ করেছেন।

Bootstrap Image Preview