বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যুর সংখ্যা ফের বেড়েছে। বিশ্বে গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৪৯৫ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৪ লাখ ৩৭ হাজার ৫৪৮ জন। অন্যদিকে সুস্থ হয়েছেন ৩ লাখ ৫৯ হাজার ৩৩ জন।
শনিবার (৩ জুলাই) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।
এ নিয়ে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৮ কোটি ৩৮ লাখ ৩৮ হাজার ৯৫৮। অন্যদিকে মৃতের সংখ্যা প্রায় ৩৯ লাখ ৭৯ হাজার ৮৬৮। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ কোটি ৮২ লাখ ৬৮ হাজার ৮১৩ জনের মতো মানুষ।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৫ লাখ ৮০ হাজার ১৯৮ জন। এরমধ্যে মারা গেছেন ৬ লাখ ২১ হাজার ১৬১ জন। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৯০ লাখ ৭২ হাজার ৮৮১ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৩২২ জন।
শনাক্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে ও মৃতের তালিকায় তৃতীয় অবস্থানে ভারত। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৫ লাখ ১ হাজার ১৮৯ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪ লাখ ১ হাজার ৬৮ জনের। সুস্থ হয়েছেন ২ কোটি ৯৫ লাখ ৯৭ হাজার ৭৩৮ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৭৯৭ জন।
শনাক্তে তৃতীয় অবস্থানে ও মৃত্যুর দিকে দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮৬ লাখ ৮৭ হাজার ৪৬৯ জন। এরমধ্যে মারা গেছেন ৫ লাখ ২২ হাজার ৬৮ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছে এক হাজার ৮৭৯ জন। যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে ব্রাজিল। তবে দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৬৯ লাখ ৮৯ হাজার ৩৫১ জন।
এছাড়া এখন পর্যন্ত ফ্রান্সে ৫৭ লাখ ৮০ হাজার ৬৪৮ জন, রাশিয়ায় ৫৫ লাখ ৬১ হাজার ৩৬০ জন, যুক্তরাজ্যে ৪৮ লাখ ৫৫ হাজার ১৬৯ জন, ইতালিতে ৪২ লাখ ৬১ হাজার ৫৮২ জন, তুরস্কে ৫৪ লাখ ৩৫ হাজার ৮৩৫ জন, স্পেনে ৩৮ লাখ ৩৩ হাজার ৮৬৮ জন, জার্মানিতে ৩৭ লাখ ৩৭ হাজার ৬১১ জন এবং মেক্সিকোতে ২৫ লাখ ২৫ হাজার ৩৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ ১১ হাজার ১৩৫ জন, রাশিয়ায় এক লাখ ৩৬ হাজার ৫৬৫ জন, যুক্তরাজ্যে এক লাখ ২৮ হাজার ১৮৯ জন, ইতালিতে এক লাখ ২৭ হাজার ৬১৫ জন, তুরস্কে ৪৯ হাজার ৮২৯ জন, স্পেনে ৮০ হাজার ৯১১ জন, জার্মানিতে ৯১ হাজার ৫৭৩ জন এবং মেক্সিকোতে ২ লাখ ৩৩ হাজার ২৪৮ জন মারা গেছেন।