Bootstrap Image Preview
ঢাকা, ১৪ সোমবার, অক্টোবার ২০২৪ | ২৮ আশ্বিন ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশে ক্রিয়েটর একাডেমি চালু ও রাইজিং স্টার প্রতিযোগিতার আয়োজন করছে ‘স্নাকভিডিও’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ জুন ২০২১, ০৫:৩৫ PM
আপডেট: ২৮ জুন ২০২১, ০৫:৩৮ PM

bdmorning Image Preview


বাংলাদেশে বিনোদনমূলক  ভিডিও তৈরির জন্য ক্রিয়েটর একাডেমি চালু করেছে স্বল্পদৈর্ঘ ভিডিও শেয়ারিং প্লাটফর্ম স্নাকভিডিও। 

ক্রিয়েটর একাডেমিতে যুক্ত হওয়ার মাধ্যমে মজার মজার ভিডিও, মুভি ক্লিপ, ডায়লগ এবং লিপসিংসহ নানা ভিডিও ডাউনলোডের মাধ্যমে নিজের পছন্দের বিনোদনমূলক ভিডিও তৈরি করা সম্ভব। আপনি যদি অভিজ্ঞ ভিডিও কনটেন্ট নির্মাণে পারদর্শী হন তাহলে এখনই স্নাকভিডিও’র সঙ্গে কাজ করতে আবেদন করতে পারেন।

সেন্সর টাওয়ারের মতে, বাংলাদেশে ২০২১ সালের জুন পর্যন্ত স্নাকভিডিও অ্যাপ্লিকেশন গুগল প্লে স্টোরে সর্বাধিক ডাউনলোডকৃত অ্যাপ্লিকেশন গুলোর মধ্যে শীর্ষ তিনে ছিলো।

এরই মধ্যে প্রতিষ্ঠানটি বাংলাদেশে আয়োজন করেছে ‘হ্যাশট্যাগ স্নাক রাইজিং স্টার’ (#SnackRisingStar) প্রতিযোগিতার ।  ভিডিওর কোয়ালিটি, কমেন্টস এবং লাইকের সংখ্যার উপর ভিত্তি করে বিজয়ীদের নির্বাচন করা হবে।

এ প্রতিযোগিতায় প্রথম বিজয়ীকে পুরস্কার হিসেবে দেওয়া হবে আইফোন-১২। দ্বিতীয় এবং তৃতীয়জনকে দেওয়া হবে হুয়াওয়ে মোবাইল ফোন। চতুর্থ থেকে দশম পর্যন্ত ৭ জনকে দেওয়া হবে একটি করে ব্লুটুথ স্পিকার। এগারো থেকে বিশ পর্যন্ত ১০ জনকে দেওয়া হবে একটি করে স্মার্টওয়াচ।

এছাড়াও এ প্রতিযোগিতায় বিজয়ী ১০০জনকে স্নাকভিডিওর আকর্ষণীয় এভাটার ফ্রেম ব্যবহারের জন্য দুই সপ্তাহের সুযোগ দেওয়া হবে। 

প্রতিটি ভিডিও অবশ্যই মানসম্পন্ন এবং প্রতিযোগির নিজের তৈরি হতে হবে। ভিডিওর দৈর্ঘ্য হতে হবে সর্বনিম্ন ১৫ সেকেন্ড।

চূড়ান্ত তালিকা প্রকাশের ১০ দিনের মধ্যে বিজয়ীদের সঙ্গে যোগাযোগ করবে স্নাকভিডিও কর্তৃপক্ষ। একই সাথে ১ মাসের মধ্যে বিজয়ীদের হাতে পুরষ্কার পৌঁছে দেওয়া হবে।

স্নাকভিডিও কর্তৃপক্ষ জানায়, ক্রিয়েটর একাডেমিতে যুক্ত হলে ভেরিফাইড ইউজার হওয়ার সুযোগসহ নির্দিষ্ট পরিমাণ সম্মানী প্রদান করা হবে। 

এরই মধ্যে বাংলাদেশে স্নেক ভিডিওর সাথে যুক্ত হওয়ার পর্যায়ে রয়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন, তানজিন তিশা ও কণ্ঠশিল্পী পড়শী। এছাড়াও ইতোমধ্যে যুক্ত হয়েছেন রথী আহমেদ, শামীমা আফরিন অমি,  নওরীন আফরোজ প্রিয়া, থট অফ শামস, আফরা মিমোসহ দেশের আরো অনেক বড় বড় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার।

কোম্পানিটি জানায়, স্নাকভিডিওর সঙ্গে অনেক দক্ষ ভিডিও কনটেন্ট নির্মাতা ও পরামর্শক যুক্ত হয়েছেন। সাধারণ সদস্যদের জন্যও ক্রিয়েটর একাডেমিতে যুক্ত হয়ে কাজ করার সুযোগ রয়েছে। ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক বা অন্যকোথাও কাজ করে থাকলেও স্নাকভিডিওতে কাজের ক্ষেত্রে কোন বাঁধা হবে না। 

এর মূল কারণ হিসেবে প্রতিষ্ঠানটি বলছে, এই প্রক্রিয়ার মাধ্যমে সৃজনশীল এবং দক্ষ কনটেন্ট নির্মাতাদের ভিডিও প্রকাশের সুযোগ দেওয়া হবে।

চায়নাভিত্তিক ভিডিও নির্মাতা প্রতিষ্ঠান কুয়াইশো টেকনোলজি ‘স্নাকভিডিও’র মূল মালিক। স্নাকভিডিও বর্তমানে বিশ্বের  শীর্ষস্থানীয় বিনোদন মূলক মানসম্পন্ন স্বল্পদৈর্ঘ ভিডিও শেয়ারিং প্লাটফর্ম। ইন্টারনেটকে নিরাপদ রাখা এবং সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি দিয়ে কাজ করে যাচ্ছে স্নাকভিডিও।

Bootstrap Image Preview