Bootstrap Image Preview
ঢাকা, ০৪ বুধবার, ডিসেম্বার ২০২৪ | ১৯ অগ্রহায়ণ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ত্ব-হার বাড়ি ফেরা নিয়ে যা বললেন দুই প্রত্যক্ষদর্শী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জুন ২০২১, ০৪:৪৫ PM
আপডেট: ১৮ জুন ২০২১, ০৪:৪৫ PM

bdmorning Image Preview


গত কয়েকদিনে ব্যাপক আলোচিত ইসলামি বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনানের প্রকাশ্যে আসার পর যারা তাকে দেখেছেন, সেই দুই জনের সঙ্গে কথা হয়েছে।৮ জুন থেকে খোঁজ না পাওয়া ত্ব-হাকে ১০ দিন পর দেখা যায় রংপুর শহরে আবহাওয়া অফিসের মাস্টারপাড়ায় শ্বশুর বাড়িতে। তার শ্বশুরের নাম আজহারুল ইসলাম।ত্ব-হা বিয়ে করেছেন দুটি। 

আজহারুল তার প্রথম স্ত্রীর বাবা।শুক্রবার বেলা ১২টার দিকে ত্ব-হা সেই বাড়িতে ফেরেন। আর তার সেখানে ফেরার সময় দেখেছেন স্থানীয় দুই বাসিন্দা বিপ্লব মিয়া ও মো. খোকন।বিপ্লব মিয়া বলেন, ‘একাই ঢুকছিল।’ত্ব-হা তখন কোন পোশাকে ছিলেন, তার বর্ণনা দিয়ে বিপ্লব বলেন, ‘খালি শুধু একটা হাফ হাতা গেঞ্জি আর পায়জামাটা আর মাস্ক পরা ছিল। আর কোনো কিছু ছিল না।’

ত্ব-হাকে বিল্পব যখন দেখেন, তখন বেলা সাড়ে ১২টা।

বিপ্লব ওই এলাকারই বাসিন্দা।ত্ব-হার শ্বশুর বাড়ি ঢুকেন পেছনের দরজা দিয়ে।বিপ্লব বলেন, ‘সাড়ে ১২টার দিকে এখানে নামি আমার গলির দিকে আসছে। ওনার বাড়ির পেছনে একটা দরজা আছে। পেছনের দরজা দিয়ে ঢুকছে।’

কার বাড়িতে ঢুকল?

‘শ্বশুর বাড়ি।’

শ্বশুরের নাম কী?

‘শ্বশুরের নাম মণ্ডল।’

ত্ব-হাকে দেখে তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন আরেক প্রত্যক্ষদর্শী মো. খোকন। তিনি তার শ্বশুর বাড়ি পর্যন্ত যান।

জানান, ত্ব-হাকে দেখে তিনি যখন প্রশ্ন করেন, তখন জবাব পান- ‘এখন কিছু বলতে পারব না।’

খোকন বলেন, ‘আমি দেখলাম আমার বাড়ির সামনে দিয়া আসতেছে। তখন আমি কামের মধ্যে ছিলাম। তাকে বললাম, কী ব্যাপার, আপনি এদিক থেকে যাইতেছেন?’

Bootstrap Image Preview