Bootstrap Image Preview
ঢাকা, ১৪ সোমবার, অক্টোবার ২০২৪ | ২৮ আশ্বিন ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এক পায়ের ওজন ৪৫ কেজি, বিরল অসুখ নিয়েও জনপ্রিয় মডেল মেহগনি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ মে ২০২১, ১০:০৭ AM
আপডেট: ২৯ মে ২০২১, ১০:০৭ AM

bdmorning Image Preview


মডেল বলতে আমরা বুঝি অতীব সুন্দরী। কিন্তু মডেল হওয়ার জন্য কি শুধু সৌন্দর্য যথেষ্ঠ? সুন্দরী না হলে কী মডেল হওয়া যাবে না? এসব ভুল ধারণা। মডেল হতে এমন কোন নিয়ম নেই।

আমেরিকার জনপ্রিয় ফ্যাশন মডেল মেহগনি গেটার। তার একটি পা অস্বাভাবিক রকমের ফোলা। সেই এক পায়ের ওজন ৪৫ কেজি। এজন্য প্রায়ই তাকে বিড়ম্বনায় পড়তে হয়। এমনকি সোশ্যাল মিডিয়াতেও তাকে নানা কুরুচিপূর্ণ মন্তব্য সহ্য করতে হয়। অনেক নেটাগরিক তার পা কেটে ফেলতেও বলেন!

মেহগনি বলেন, 'ছোটবেলায় আমি ভাবতাম যে ঈশ্বর নিশ্চয়ই আমায় অভিশাপ দিয়েছেন। নিজেকে সুন্দর মনে হওয়া তো দূরের কথা, সব সময় হীনম্মন্যতায় ভুগতাম। আমার নিজেকে এই বিশ্বের, এই প্রকৃতির সব চেয়ে কুৎসিত প্রাণী বলে মনে হত। আমি লুকিয়ে লুকিয়ে কাঁদতাম।'

মডেল বলতে আমরা বুঝি অতীব সুন্দরী। কিন্তু মডেল হওয়ার জন্য কি শুধু সৌন্দর্য যথেষ্ঠ? সুন্দরী না হলে কী মডেল হওয়া যাবে না? এসব ভুল ধারণা। মডেল হতে এমন কোন নিয়ম নেই।

আমেরিকার জনপ্রিয় ফ্যাশন মডেল মেহগনি গেটার। তার একটি পা অস্বাভাবিক রকমের ফোলা। সেই এক পায়ের ওজন ৪৫ কেজি। এজন্য প্রায়ই তাকে বিড়ম্বনায় পড়তে হয়। এমনকি সোশ্যাল মিডিয়াতেও তাকে নানা কুরুচিপূর্ণ মন্তব্য সহ্য করতে হয়। অনেক নেটাগরিক তার পা কেটে ফেলতেও বলেন!

মেহগনি বলেন, 'ছোটবেলায় আমি ভাবতাম যে ঈশ্বর নিশ্চয়ই আমায় অভিশাপ দিয়েছেন। নিজেকে সুন্দর মনে হওয়া তো দূরের কথা, সব সময় হীনম্মন্যতায় ভুগতাম। আমার নিজেকে এই বিশ্বের, এই প্রকৃতির সব চেয়ে কুৎসিত প্রাণী বলে মনে হত। আমি লুকিয়ে লুকিয়ে কাঁদতাম।'

এদিকে নিজেকে ঠিক রাখার জন্য মেহগনিকে নিয়মিত ফিজিওথেরাপি এবং শরীর থেকে জলীয় পদার্থ বের করার ব্যায়ামের উপর নির্ভর করতে হয়। মাঝে মাঝে তাকে হাসপাতালেও ভর্তি হতে হয়।

সূত্র: নিউজ ১৮

Bootstrap Image Preview