Bootstrap Image Preview
ঢাকা, ১৪ সোমবার, অক্টোবার ২০২৪ | ২৯ আশ্বিন ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

করোনায় অভিনেত্রীর অবস্থা নাজেহাল, এখনও ‘আগের শক্তি’ ফিরে পাননি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ মে ২০২১, ০৮:৫০ PM
আপডেট: ২১ মে ২০২১, ০৮:৫০ PM

bdmorning Image Preview


সারাবিশ্বে করোনার প্রকোপে মানুষের অবস্থা নাজেহাল। বছর খানেক আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন হলিউডের তারকা অভিনেত্রী সালমা হায়েক। তবে এখনও ‘আগের শক্তি’ ফিরে পাননি তিনি।

যুক্তরাষ্ট্রের বিনোদন ভিত্তিক ম্যাগাজিন ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে মেক্সিকান-আমেরিকান এই অভিনেত্রী বলেছেন, ‘মৃত্যুর দুয়ার থেকে’ ফিরে এসেছেন তিনি।

সালমা হায়েক বলেন, অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে, চিকিৎসক আমাকে বার বার হাসপাতালে ভর্তি হওয়ার অনুরোধ করেছিলেন।

তবে চিকিৎসকের সেই পরামর্শ কানে তোলেননি ৫৪ বছর বয়সী এই অভিনেত্রী। ডাক্তারকে তিনি বলেছিলেন, 'তার চেয়ে বাড়িতেই আমার মৃত্যু হোক।'

জানা যায়, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর লন্ডনের ম্যানস রোডের বাড়িতে সাত সপ্তাহ আইসোলেশনে ছিলেন সালমা হায়েক। এক পর্যায়ে তাকে অক্সিজেনও নিতে হয়। সেই ধকল পুরোপুরি না কাটলেও গত মাসেই সেটে ফিরে খ্যাতনামা পরিচালক রিডলি স্কটের ‘হাউজ অব গুচ্চি’তে অভিনয় শুরু করেছেন এই অভিনেত্রী। আগামী নভেম্বরে থ্যাঙ্কস গিভিং ডে উপলক্ষে মুক্তি পাবে ‘ক্রাইম ড্রামা’ নির্ভর এই সিনেমা।

Bootstrap Image Preview