মার্কিন গায়িকা লেডি গাগা। সঙ্গীতের ভুবনে যার গান হৃদয় কেড়ে নেয় কোটি ভক্তের। তার সৌন্দর্যে মুগ্ধ কত তরুণ। এই শিল্পীর জীবনে মাত্র ১৯ বছর বয়সে ভয়ঙ্কর সময় আসে। এটি যে কোনো নারীর জীবনে ভীষণ কষ্টের।
ওই বয়সেই ধর্ষণের শিকার হয়েছিলেন লেডি গাগা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন গায়িকা। তার ভাষ্য, এক সঙ্গীত প্রযোজক তাকে ধর্ষণ করেছিলেন। ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি।
অপরাহ উইনফ্রে এবং প্রিন্স হ্যারি’র নতুন অ্যাপল টিভি + শোতে এই সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
লেডি গাগার ভাষ্য, ‘আমার বয়স ১৯ বছর হবে। তখন তাদের সঙ্গে কাজ করছিলাম। একজন নির্মাতা আমাকে বললেন, তোমার কাপড় খুলে দাও। আমি না বলেছিলাম। আমি চলে গিয়েছিলাম। তারা আমাকে বলেছিল যে, তারা আমার সব সঙ্গীত পুড়িয়ে ফেলবে এবং তারা থামেনি। তারা আমাকে জিজ্ঞাসা করা বন্ধ করেনি এবং আমি কেবল হিমশীতল হয়ে পড়েছিলাম।’
সেই পাশবিক নির্যাতন নিয়ে গাগা জানান খানিক পর ওই সঙ্গীত প্রযোজক আমাকে একটি ঘরের কোণে নিয়ে ধর্ষণ করেন।
অনুষ্ঠানে সঙ্গীতের তার ওই দিনগুলোতে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দেয়ার সময় কান্নায় ভেঙে পড়েন লেডি গাগা।
৩৫ বছর বয়সী গায়িকা জানান, সেই ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়ি আমি। সুস্থ হতে আমার আড়াই বছর সময় লেগেছিল।