Bootstrap Image Preview
ঢাকা, ১৪ শুক্রবার, জুন ২০২৪ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মুনিয়াকে নিয়ে যা জানালেন বড় ভাই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২১, ০৮:৫৬ PM
আপডেট: ২৮ এপ্রিল ২০২১, ০৮:৫৬ PM

bdmorning Image Preview


রাজধানীর গুলশানের একটি বিলাসবহুল ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যার পর গুলশান ২ নম্বরের ১২০ নম্বর সড়কের ফ্ল্যাটটি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আজ ময়নাতদন্তের পর মুনিয়ার মরদেহ দাফন করা হয়।

মুনিয়ার বড় ভাই আশিকুর রহমান জানান, তিনি একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। তাদের বাবা-মা কেউ বেঁচে নেই।

মেজ বোন গৃহিণী। থাকেন কুমিল্লায়। ছোট বোন মোসারাত জাহান মুনিয়া পাঁচ বছর আগে ঢাকায় চলে যান। গত বছর এসএসসি পাস করেন। পরে ভর্তি হন একটি কলেজে। টুকটাক মডেলিং ও অভিনয়ের সাথে যুক্ত ছিলেন। তবে খুব ভালো ছবি আঁকতে পারতেন। মুনিয়া গেল পাঁচ বছর ধরে ঢাকায় থাকে।

তিনি জানান, সোমবার (২৬ এপ্রিল) ইফতারের সময় তার মেজ ভগ্নীপতি ফোন করে জানান তার ছোট বোন মুনিয়া আর বেঁচে নেই। তারপর সারা রাত ঘুমাতে পারেননি।

তিনি আরও সংবাদমাধ্যমকে জানান, তার বোন মুনিয়া কোনোভাবেই আত্মহত্যা করতে পারে না। সে খুব আত্মপ্রত্যয়ী একটা মেয়ে। নিশ্চয় এটার পেছনে রহস্য আছে।

Bootstrap Image Preview