Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘সরকারের নির্দেশনা পেলে ২৯ এপ্রিল থেকে ট্রেন চলবে’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২১, ০২:৪৫ PM
আপডেট: ২৫ এপ্রিল ২০২১, ০২:৪৫ PM

bdmorning Image Preview


আসছে ২৮ এপ্রিল লকডাউন শেষ হচ্ছে। জানা গেছে, ২৯ এপ্রিল থেকে সরকার গণপরিবহন চালুর পরিকল্পনা করছে।

ওই দিন থেকে ট্রেন চালুরও প্রস্তুতি রয়েছে কর্তৃপক্ষের। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে সরকারের নির্দেশনা অনুযায়ী।

শনিবার (২৪ এপ্রিল) বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘লকডাউন শেষে ট্রেন চলাচলে সব ধরনের প্রস্তুতি রয়েছে। সরকার ঘোষণা দিলে স্বাস্থ্যবিধি মেনে যাত্রীবাহী ট্রেন চলবে।’

গতকাল শনিবার সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ২৯ এপ্রিল থেকে বাস চালুর বিষয়টি জানান। তবে ট্রেন চালুর বিষয়ে কোনো কথা বলেননি তিনি।

Bootstrap Image Preview