জনপ্রিয় গেম প্লেয়ার আননোনস ব্যাটেলগ্রাউন্ডসের লাইট সংস্করণ পাবজি লাইট বন্ধ হতে যাচ্ছে। আগামী ২৯ এপ্রিল পিসি ব্যবহারকারীদের জন্য গেমটির বিশেষ সংস্করণ বন্ধের ঘোষণা দিয়েছে ক্র্যাফটন। অফিশিয়াল ওয়েবসাইটের লাইট হোমপেজে এই বার্তা দেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, 'কোভিড-১৯ মহামারির এই কঠিন সময়ে আমরা অগণিত পাবজি লাইট প্রেমীদের কাছ থেকে যে আবেগ ও সমর্থন পেয়েছি, তার জন্য কৃতজ্ঞ। তবে অনেক বিবেচনার পর এটি বন্ধ করে দেয়ার কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে এবং আমাদের সফর শেষ হওয়ার সময় চলে এসেছে। আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি পাবজি লাইটের সেবা এপ্রিলের ২৯ তারিখ শেষ হয়ে যাবে।'
আয়ের দিক থেকে ২০২০ সালের সমীক্ষায় বিশ্বে এক নম্বরে থেকেছে পাবজি। পরিসংখ্যান অনুযায়ী শুধু ২০২০ সালেই প্রায় ২.৬ বিলিয়ন রেভিনিউ অর্জন করেছে পাবজি।