বগুড়ার সদর উপজেলার তিনমাথা রেলগেট এলাকার হিজবুল কোরআন মডেল মাদরাসা থেকে জহুরুল ইসলাম (২৫) নামের তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। জহুরুল শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম এলাকার মো. খলিল ফকিরের ছেলে। বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে মাদরাসা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানিয়েছে, জহুরুল ওই মাদরাসায় বাবুর্চির কাজ করতেন। কাজ শেষ করে রাতে মাদরাসাতেই থাকতেন। বুধবার (৩১ মার্চ) রাতে সকল কাজ শেষে নিজের ঘরে ঘুমাতে যান। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে ওঠছিল না বলে দীর্ঘক্ষণ তাকে ডাকাডাকি করেন মাদরাসা কর্তৃপক্ষ। কোনো সাড়া-শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে প্রবেশের পর অচেতন অবস্থায় বিছানায় দেখেন জহুরুলকে। পরে খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন জহুরুলকে।
বগুড়া স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর জানিয়েছেন, জহুরুলের মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা যে হয়তো স্টোক করে মৃত্যু হয়েছে তার। জহুরুলের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।