নদীর তীরে সুনামি! সত্যি কি তাই? কয়েক হাজার কচ্ছপ যখন এক জায়গায় চলে আসে তখন তাকে কচ্ছপের সুনামি বলায় যায়। এক দুই হাজার নয় প্রায় ৯২ হাজার কচ্ছপের সমাহার দেখা গেলো ব্রাজিলের একটি নদীর তীরে।
সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে হাজার হাজার বৃহদাকার নদী কচ্ছপ এর ছানারা ডিম ফুটে জলে দিকে এগিয়ে চলেছে। এক নজরে দেখলে মনে হবে যেন নদীর জলে কিছুর ঢেউ আছড়ে পড়েছে।
ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটি নামের এক বেসরকারি সংস্থা এই আশ্চর্যজনক ভিডিওটি প্রকাশ্যে এনেছেন। তথ্যসূত্র থেকে জানা যাচ্ছে এই ভিডিওটি ব্রাজিলের আমাজনের এক উপনদী পুরুসের তীরের। সেখান থেকেই ক্যামেরাবন্দী করা হয়েছে এই দৃশ্য।
তথ্য থেকে জানা যাচ্ছে এখানে সংরক্ষিত এলাকায় প্রতিবছর হাজার হাজার কচ্ছপ এসে ডিম পেড়ে যায়। পরে ডিম থেকে বাচ্চা কচ্ছপ বেরিয়ে গা থেকে সৈকতের বালি ঝাড়তে ঝাড়তে জলের দিকে এগিয়ে যায়।
বেশ কিছু আগে মানুষের অনিয়ন্ত্রিত কচ্ছপ শিকারের কারনে এখানে কচ্ছপ প্রায় বিলুপ্তপ্রায় ছিল। এরপর প্রশাসন থেকে এই বিষয়ে পদক্ষেপ গ্রহন করা হয় ও কচ্ছপের প্রজজনের সিদ্ধান্ত নেওয়া হয়। তারপর থেকেই অবস্থার উন্নতি ঘটেছে। কিন্তু এই বছর যা ঘটেছে তা কল্পনাতীত। এই বছরের প্রথমে একদিনেই ৭১ হাজার কচ্ছপ ডিম ফুটে সমুদ্রের দিকে এগিয়ে যায়। এরপর আরো ২১ হাজার কচ্ছপ ডিম ফুটে সমুদ্রের দিকে এগিয়ে যায়। এতো কচ্ছপ একসঙ্গে জন্ম নেবে তা ভাবতেও পারেনি বিশেষজ্ঞরা। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই প্রকৃতিপ্রেমীদের হাত ধরে ভাইরাল হয়েছে।