চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের দিগছাইল গ্রামের বাড়িতে নবম শ্রেণির ছাত্রকে বিয়ের দাবিতে ৪ দিন ধরে অষ্টম শ্রেণির ছাত্রী অনশন করেছে।
রোববার (২৮ মার্চ) দুপুরে খবর ওই ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। পরে ভুক্তভোগী ওই ছাত্রী প্রেমিকের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করে।
জানা গেছে, গত ১৮ মার্চ একই বিদ্যালয়ের নবম শ্রেণির ওই ছাত্রের সাথে চট্টগ্রামে গিয়ে একটি হোটেলে ৫ দিন ছিল তারা। সেখান থেকে ওই ছাত্রের মামা তাদের ২ জনকে বিয়ে দেবে বলে হাজীগঞ্জ বাজারে নিয়ে আসেন। কিন্তু হাজীগঞ্জ বাজারে আসার পর ওই কিশোর প্রেমিক ও তার মামা ছাত্রীকে একা রেখে পালিয়ে যায়।
এরপর থেকে মেয়েটি প্রতিদিন সকালে তার প্রেমিকের বাড়িতে গিয়ে বাড়ির বারান্দায় বসে অনশন করে। তবে অনশনের প্রথম দিন থেকেই ওই কিশোরের মাসহ স্বজনরা পালিয়ে যায়। তারপরও ভুক্তভোগী ছাত্রী ওই বাড়িতে টানা ৪ দিন অনশন করে। পরে সংবাদ পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এই ঘটনার বিষয়ে হাজীগঞ্জ থানার ওসি মো. হারুনুর রশীদ বলেন, ধর্ষণের মামলা নেয়া হয়েছে। মেয়েটির অভিযোগের ভিত্তিতে তদন্ত কাজ চলছে।