Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, জানুয়ারী ২০২৬ | ২২ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছেন হেফাজত নেতারা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০২১, ১১:৫৬ AM
আপডেট: ২৮ মার্চ ২০২১, ১১:৫৬ AM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


নরসিংদী সদরের জেলখানার মোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছেন হেফাজত নেতারা। আজ রোববার (২৮ মার্চ) সকাল ৭টা থেকে তারা সড়ক অবরোধ করে রেখেছেন।

সরেজমিনে দেখা গেছে, বাশাইল থেকে জেলখানার মূল গেট সংলগ্ন প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে হেফাজতের কর্মীদের মিছিল চলছে। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। এদিকে পর্যাপ্ত পুলিশ ও র‍্যাবের উপস্থিতি দেখা গেলেও তারা এ বিষয়ে কোনও কথা বলতে রাজি হয়নি।

হরতালের ফলে ঢাকা-সিলেট মহাসড়কসহ সকল আঞ্চলিক সড়কেও বন্ধ রয়েছে সব ধরণের যান চলাচল ও দোকানপাট। এতে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পায়ে হেঁটে যেতে হচ্ছে যাত্রীদের।

এদিকে আরশিনগর-রায়পুরা আঞ্চলিক সড়কে গাছ দিয়ে ব্যারিকেট ও অগ্নিসংযোগ করেছে হেফাজতে কর্মীরা।

Bootstrap Image Preview