Bootstrap Image Preview
ঢাকা, ১৪ শনিবার, ডিসেম্বার ২০২৪ | ৩০ অগ্রহায়ণ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অবশেষে বন্ধ হচ্ছে টিকটক!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ মার্চ ২০২১, ১১:৩০ PM
আপডেট: ১১ মার্চ ২০২১, ১১:৩০ PM

bdmorning Image Preview


টিকটক থেকে অশ্লীল কনটেন্ট ছড়িয়ে পড়ায় পাকিস্তান সরকারকে টিকটক বন্ধ করতে নির্দেশ দিয়েছেন দেশটির হাইকোর্ট। বৃহস্পতিবার (১১ মার্চ) হাইকোর্ট এই নির্দেশ দেন।

পাকিস্তানের পেশোয়ারের একটি আদালত বলেছেন, টিকটক থেকে অশালীন কনটেন্ট ছড়ানোর বিষয়ে ব্যক্তিগত অভিযোগের ভিত্তিতে সরকারকে টিকটক বন্ধ করে দিতে নির্দেশ দেওয়া হচ্ছে।

টিকটকে বিভিন্ন সিনেমার সংলাপ, রাজনৈতিক নেতাদের কথা ঠোঁট মিলিয়ে ভিডিও তৈরি করে আপলোড যায়। এতে মানুষের সম্মান অনেকক্ষেত্রে ক্ষুণ্ন হয়।

গত মাসে পাকিস্তানে চারজনকে গুলি করে হত্যা করা হয়েছে। তারা প্রত্যেকে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে সক্রিয় ছিলেন। আর গত বছর ভারতে টিকটক নিষিদ্ধ করেছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ড ডোনাল্ড ট্রাম্প চীনা অ্যাপ টিকটক বন্ধের ঘোষণা দেন।

Bootstrap Image Preview