ডেস্ক রিপোর্ট-
বিল্ডিং ম্যানেজমেন্টের আধুনিক এবং কার্যকর সমাধান নিয়ে এসেছে একদল তরুণ উদ্যোক্তা। তারা বিল্ডিংয়ের যাবতীয় কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য তৈরি করেছেন মোবাইল অ্যাপ রক্ষী(Rokkhi)। এটি দ্রুত এবং নিখুঁতভাবে কাজ করতে সক্ষম।
এই স্টার্টআপ কোম্পানী রক্ষীর (Rokkhi) যাত্রা শুরু হয় ২০১৯ এর এপ্রিলে। শুরু থেকেই তাদের লক্ষ্য ছিলো দেশের গতানুগতিক বিল্ডিং ব্যবস্থাপনা থেকে বেরিয়ে নতুন কিছু করা।
তাদের মোবাইল অ্যাপের মাধ্যমে সিকিউরিটি গার্ডদের উপর নির্ভরশীলতা কমিয়ে বিল্ডিংয়ের যাবতীয় কাজ খুব সহজেই করা যায়। কর্মীদের উপস্থিতি, প্রবেশের অনুমতি, নোটিশ বোর্ড, কমপ্লেইন বক্স, ই-ইন্টারকম, খরচ ব্যবস্থাপনা, কমিউনিটি মিটিংসহ আরো অনেক কাজ সহজ করে আনা হয়েছে এই অ্যাপে।
উল্লেখ্য, উন্নত প্রযুক্তির মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ফেসিয়াল রিকগনিশন, গাড়ি ট্র্যাকারসহ বিভিন্ন সার্ভিস নিয়ে কাজ করছে এই স্টার্টআপ কোম্পানী।
রক্ষী লিমিটেড স্মার্ট সিটি ও ডিটিটাল বাংলাদেশ গড়তে সিটি কর্পোরেশন, সরকার ও বাংলাদেশ পুলিশের সাথে কাজ করতে চায় জানিয়ে চিফ এক্সিকিউটিভ অফিসার আবরার মাসুম শান্ত বলেন, আমদের দেশের তরুণদেরকে কাজে লাগিয়ে বাংলাদেশে একটি বড় সফটওয়্যার ইন্ডাস্ট্রি গড়ে তুলতে চাই। যার মাধ্যমে দেশের চাহিদা, কর্মসংস্থান ও মানুষদের জীবনমান উন্নয়নের পাশাপাশি বিদেশেও সফটওয়্যার রপ্তানি করা যাবে।