সারাবিশ্বে করোনা মহামারি আকার ধারণ করেছেন। এমন পরিস্থিতিতে বাইরে বের হলে মাস্কের প্রয়োজন পড়ে। কেউ ওয়ানটাইম মাস্ক ব্যবহার করেন আবার কেউ একই মাস্ক বারবার ব্যবহার করেন। কিন্তু স্বর্ণের মাস্ক পড়ে সকলকে তাক লাগিয়ে দিলেন এক ভারতীয়।
এই মাস্কটি বানাতে খরচ পড়েছে দুই লাখ ৮৯ হাজার রুপি। ভারতের পুনে শহরের মধ্যবয়সী একজন নিজের জন্য এই মাস্ক বানিয়েছেন।
তিনি বলছেন, মাস্কে ছোট ছোট কিছু ছিদ্র আছে। এটা পরে শ্বাস নিতে কোনো কষ্টই হয় না। আবার আদতে এই মাস্ক কার্যকর হবে কি-না, তা আমার জানা নেই!
আসল কথা হচ্ছে, শঙ্কর কুরাদে মহাশয় স্বর্ণের মাস্ক পরছেন শখে। স্বর্ণের গহনার ভীষণ ভক্ত তিনি। তাই সবসময় তার হাত আর গলায় শোভা পায় মূল্যবান স্বর্ণালঙ্কার।
করোনা ভাইরাস মহামারির কারণে যখন সাড়া ভারতে বেকারত্ব বাড়ছে। নাভিশ্বাস অর্থনীতির, মানুষ খেতে পাচ্ছে না ঠিকমতো। ঠিক সেই সময়ে এই স্বর্ণের মাস্ক সমালোচনায় ফেলে দিয়েছে শঙ্কর কুরাদেকে। নেটিজেনরা মেতেছেন বিভিন্ন ধরনের মন্তব্যে।
স্বর্ণের মাস্কের আইডিয়া অবশ্য তার নিজের নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছুদিন আগে রুপার মাস্ক পরে ছবি দিয়েছিলেন আরেকজন। এরপরই দেখাদেখি বানিয়ে নিলেন স্বর্ণের তৈরি মাস্ক।
শঙ্কর বলেন, ওই মাস্কটি দেখে স্বর্ণকারের সঙ্গে কথা বলি। এরপর এক সপ্তাহ সময়ের মধ্যে আমাকে সাড়ে পাঁচ পাউন্ড ওজনের এই মাস্ক বানিয়ে দেন। এছাড়া আমার পরিবারের সবাই স্বর্ণালঙ্কার পছন্দ করে। সবাই যদি এই মাস্ক চায়, আমি দিতে বাধ্য হব।