করোনা ভাইরাসের প্রভাবে সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। সারাদেশের মত কক্সবাজারের শিক্ষার্থীরাও বাড়িতে বসে থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছে। গৃহবন্দী এই সময়টা বাড়িতে যেন একঘেয়েমিতে না কাটে তার জন্য ‘ইউনিসেফ’ এর কমিউনিকেশন ফর ডেভলপমেন্ট (সিফরডি) প্রকল্পের অর্থায়নে কক্সবাজারের শিক্ষার্থীদের জন্য ঘরে বসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করেছে নিউইয়র্কভিত্তিক কমিউনিটি বেইজড পাবলিক আর্ট অর্গানাইজেশন ‘আর্টুলুশন’।
‘ঘরে বসে ছবি আঁকি’ এই শিরোনামে আয়োজিত প্রতিযোগিতার বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে 'প্রকৃতি ও করোনাকালীন জনজীবন'।
(ক গ্রুপ) ১০ থেকে ১৫, (খ গ্রুপ) ১৬ থেকে ২০, (গ গ্রুপ) ২০-২৫ বছর এই তিনটি ভাগে বয়সসীমা নিধারন করা হয়েছে। 'প্রকৃতি ও করোনাকালীন জনজীবন' এই ভাবনার উপর যে কোন ক্যানভাসে ছবি এঁকে মোবাইল অথবা যে কোন মাধ্যমে ছবি তুলে [email protected] মেইলে পাঠাতে হবে।
ছবি পাঠানোর শেষ তারিখ ১১ জানুয়ারি ২০২০। পুরুস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে ১৩ জানুয়ারি।
প্রীতিটা গ্রুপ থেকে তিনজনকে পুরস্কৃত করা হবে। একই সাথে নির্বাচিত সেরা ছবিগুলো ‘ইউনিসেফ’ এবং ‘আর্টুলুশন’ এর বার্ষিক প্রকাশনীতে জায়গা করে নিবে।
আয়োজিত এই প্রতিযোগিতার টেকনিক্যাল পার্টনার হিসাবে কাজ করছে কক্সবাজারের স্বেচ্ছাসেবী সংগটন ‘ইয়াসিদ’( YASID)।